নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২২ মার্চ, করোনা ভাইরাসের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত দেশবাসীকে আজকে সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কারফিউ করার আবেদন জানিয়েছিলেন।প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে রানীগঞ্জে বন্ধ সমস্ত দোকানপাট।গোটা রানীগঞ্জ জুড়ে দেখা মেলেনি কোনও মানুষের অস্তিত্ব।
বন্ধ হয়ে গেছে রাণীগঞ্জ থেকে আসানসোল, জামুরিয়া, উখড়া সহ বিভিন্ন রুটের ৩৬০ খানা মিনিবাস। যে কয়েকটি সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছেন তারা খুবই জরুরী কাজে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছে।একপ্রকার প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে গৃহবন্দি রানীগঞ্জ বাসী।