নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ৫ এপ্রিল, করোনার সংক্রমণে গোটা দেশ জর্জরিত।করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর জেরে গৃহবন্দী সকল মানুষ।সরকারের নির্দেশে দেশের ব্যতিক্রম কিছু মানুষ ছাড়া প্রায় প্রত্যেকেই হাত বাড়িয়েছে দেশকে করোনামুক্ত করতে।তাই সকল দেশবাসীর সেই মনোবলকে আরও শক্তিশালী করতে দেশের প্রধনমন্ত্রী ৫ তারিখ রবিবার রাত ৯ টার সময় দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চেয়েছিলেন।আর সেই চাওয়া মতো সকল দেশবাসী সাড়া দিলেন এদিন।
তিনি বলেছিলেন, আজ অর্থাৎ রোববার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের লাইট নিভিয়ে মোমবাতি বা প্রদীপ বা টর্চ জ্বালিয়ে ছাদে বা ব্যালকনিতে এসে দাঁড়াতে। প্রধানমন্ত্রীর কথা রাখতে সারা দেশ তথা হাওড়া জেলার জনসাধারণকে দেখা গেল ৯ মিনিট বাড়ির লাইট নিভিয়ে, কোথাও মোমবাতি, কোথাও প্রদীপ, কেউ কেউ বা মোবাইলের ফ্ল্যাশ জেলে ৯ মিনিটের প্রতিশ্রুতি পালন করল। চারপাশের ছবি দেখে যেন মনে হল কেউ একা নয়, সকল দেশবাসী একসঙ্গে লড়ছে দেশকে করোনামুক্ত করতে।