নিউজ ডেস্ক, ১ জুন ২০২১:
কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকার কারণে বৃহস্পতিবারের মধ্যে তাঁর অভিব্যক্তি জানতে চেয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় আন্ডার সেক্রটারি আশিস কুমার সিংহের পাঠানো চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা হয়েছে, প্রথমে তাঁর জন্য ১৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। তারপর তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আসেন এবং তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে যান।

এমন ঘটনা কেন ঘটেছে তার কারণ জানতে চেয়েছে কেন্দ্র। এরপর সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইয়াস পরিস্থিতি পর্যবেক্ষণ বৈঠকটি নেতৃত্ব দিচ্ছিলেন প্রধানমন্ত্রী যিনি একই সঙ্গে জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগীয় প্রধানও। ফলে এই বৈঠকে না থাকাটা বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ নং ধারাকে লঙ্ঘন করে। এই জায়গা থেকেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন্দ্রের প্রশ্ন কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। যদিও এই বিষয় এখোনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা আলাপন বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করেননি।