ভাইরাল – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লখনউ সফর শেষ হওয়ার পরপরই সামনে এল এক লজ্জাজনক ঘটনা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য জাঁকজমক করে সাজানো শহরে সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহৃত ফুলের টব প্রকাশ্যে চুরি হতে দেখা গিয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লখনউ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় ফুলের টব, আলো এবং সাজসজ্জায় মুড়ে ফেলা হয়েছিল শহরকে। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পরেই সেই সাজসজ্জার অংশ হিসেবে রাখা ফুলের টবগুলো একের পর এক তুলে নিয়ে যেতে দেখা যায় কিছু মানুষকে। প্রকাশ্যে, দিব্যি রাস্তায় দাঁড়িয়ে টব চুরি হওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়।
এই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল। আবার কেউ কেউ একে সরকারি সম্পদের অপব্যবহার এবং নাগরিক দায়িত্ববোধের চরম অভাব বলেও কটাক্ষ করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।




















