প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, নদিয়ায় মৃত্যু চার বিজেপি সমর্থকের

প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, নদিয়ায় মৃত্যু চার বিজেপি সমর্থকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নদিয়া – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বিজেপি সমর্থকেরা। নদিয়ার তাহেরপুরে ট্রেনের ধাক্কায় চার জন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক জন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভা ও জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে বাস ভাড়া করে প্রায় ৪০ জন বিজেপি সমর্থক ভোরের দিকে তাহেরপুরে পৌঁছন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ভোরবেলায় তাঁদের মধ্যে পাঁচ জন বাস থেকে নেমে তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের উপর প্রাতঃকৃত্য সারছিলেন। ঠিক সেই সময় কৃষ্ণনগর–রানাঘাট শাখার লাইনে দ্রুতগতির একটি ট্রেন চলে আসে। ঘন কুয়াশার কারণে ট্রেনের আগমন বুঝতে না পেরে আচমকাই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা।
ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা আরও এক জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত চার জনেরই বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। দেহগুলি উদ্ধার করে কৃষ্ণনগর জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, ঠিক সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top