প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট। ব্লকের শালবাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে পাশ হল অনাস্থা প্রস্তাব। প্রস্তাব পাশ হতেই নতুন প্রধানের নাম ঘোষণা করলেন তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। শালবাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কালীপদ রায় কিছুদিন আগেই ঘাস ফুল শিবির ছেড়ে চলে যান গেরুয়া শিবিরে। যার ফলে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হয় তৃনমূলকে। তৃনমূল পঞ্চায়েত সদস্যদের দাবি, কিছুদিনের মধ্যেই শালবাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের চেয়ারে বসবেন শাসক দলের পঞ্চায়েত সদস্য ধনেশ্বর রায়। প্রায় বছর খানেক আগে ধনেশ্বর রায় বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছিলেন।
বৃহস্পতিবার নাথুয়ায় শালবাড়ি -২ গ্রাম পঞ্চায়েত অফিসে কড়া পুলিশের পাহারায় অনুষ্ঠিত হয় অনাস্থা ভোট। ১১ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সাত জন পঞ্চায়েত সদস্য বর্তমান প্রধান কালীপদ রায়ের বিরুদ্ধে ভোট দেন। যে কারনের প্রধানের বিরুদ্ধে পাশ হয় অনাস্থা প্রস্তাব। তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাম কুমার দত্ত বলেন, ‘ কালীপদ রায় গেরুয়া শিবিরে যোগদান করার পর আমরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনি।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
দলের ৭ জন পঞ্চায়েত সদস্য তার বিরুদ্দে ভোট দেওয়ায় অনাস্থা প্রস্তাব পাশ হয়। আগামী কিছুদিনের মধ্যে শালবাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে আসীন হিবেন ধনেশ্বর রায়। ’ উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর তৃনমূল থেকে কাজ করা যাচ্ছে না, প্রধান পদে তাকে যোগ দিতে বাধা দিচ্ছে তৃনমূল পঞ্চায়েত সদস্যরা এইসব অভিযোগ তুলে তৃনমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন কালীপদ রায়। অন্যদিকে , তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে সরব হয় তৃনমূল।