প্রধানের সই জাল করে সম্পত্তি হাতানোর চেষ্টা শ্রীঘরে প্রৌঢ়। বসিরহাটের বাদুড়িয়া ব্লক এর যদুরহাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত প্রধানের জাল ওয়ারিশান সার্টিফিকেট বার করার অপরাধে বুধবার হুমায়ুন বৈদ্য নামে এক ব্যক্তি বাদুড়িয়া বি এল আর ও অফিসে ৪ মৌজায় ৬৩ শতক জমি মিউটেশন করার জন্য আবেদন করেন। তারপর আবেদনপত্র খতিয়ে দেখতে চক্ষু চড়কগাছ দেখা যায় হুমায়ুন বৈদ্য পিতা মৃত আশরাফ আলী বৈদ্য একাই ওয়ারেশ সার্টিফিকেট জমা করেছেন এই ঘটনায় সন্দেহ প্রকাশ করেন বাদুড়িয়া বি এল আরও কৃষ্ণ চন্দ্র দত্ত।
খতিয়ে দেখতে জানা যায় হুমায়ুন বৈদ্য তাঁর মা সহ চার বোনকে ফাঁকি দিয়ে নিজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা জানতে পেরে তড়িঘড়ি বি এল আরও বাদুড়িয়া থানায় খবর দেয়। বাদুড়িয়া থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন বৈদ্যকে বাদুড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করে।এরপর প্রশ্ন ওঠে চার বোন ও বৃদ্ধা মাকে বাদ দিয়ে পঞ্চায়েত প্রধান কিভাবে ওয়ারিশান সার্টিফিকেট দেয় পঞ্চায়েত প্রধানের কাছে জানতে চাইলে জানা যায় এটা সম্পূর্ণ ভুয়া ওয়ারিশ সার্টিফিকেট জাল করে হুমায়ুন বৈদ্য ব্যবহার করেছে পাশাপাশি পঞ্চায়েতের ওয়ারিশ সার্টিফিকেটর মেমো নাম্বার আর হুমায়ুন বৈদ্যর কাছ থেকে উদ্ধার হওয়া মেমো নাম্বার এর কোন মিল নেই আর এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
সুর চড়াতে ছাড়েনি বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলাশ সরকার কটাক্ষের সুরে বলেন পশ্চিম বাংলায় তৃণমূল সরকারের আমলে কোন জিনিস ভুয়া হতে আর বাকি নেই এই ঘটনা নতুন কোন কিছু না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সই জাল