প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও এলাকাবাসী ও সহশিক্ষকদের

প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও এলাকাবাসী ও সহশিক্ষকদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও এলাকাবাসী ও সহশিক্ষকদের। কয়েকদিন আগেই আলোককেন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে গোটা ডেবরা এলাকায় পোস্টার পড়েছিল। খোদ হাইস্কুলের প্রধান শিক্ষকের একটি অডিও ক্লিপ নেট মাধ্যমে ভাইরাল হয়েছিল। এবার সেই ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যের পর বিক্ষোভের আকার ধারণ করে এলাকায় ফের নতুন করে ব্যাপক শোরগোল পড়ে যায়।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুলের ওই প্রধান শিক্ষক নিখিল মণ্ডল স্কুলের ৯ জন শিক্ষকের বিরুদ্ধে কোর্ট মামলা দায়ের করে, উল্টে তাঁদের রীতিমতো হেনস্থা করতে শুরু করেছেন। দিনের পর দিনই নোংরা ঘটনার জেরে স্কুলের পঠন পাঠন লাটে উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে সেই সমস্ত শিক্ষক এবং এলাকাবাসী সহ পড়ুয়ারা আলোককেন্দ্র হাই স্কুলে সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

 

তাঁরা অভিযোগ করেন,ওই স্কুলের প্রধান শিক্ষক ৯জন শিক্ষককে মিথ্যে কেসের মামলায় অভিযোগ দায়ের করেছেন। এর বিরুদ্ধে স্কুল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন। এরপর এদিন সন্ধ্যে সাত টা থেকে ওই প্রধান শিক্ষকের বাসভবনের সামনে মিথ্যে মামলা দায়ের করার অভিযোগে এবং স্কুলের পড়াশোনার পরিবেশ নষ্ট হওয়ার প্রতিবাদে ওই সমস্ত সহশিক্ষক এবং স্থানীয় গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখতে থাকেন।

 

একটু একটু করে চড়তে থাকে উত্তেজনার পারদ!রীতিমত এলাকা জুড়ে শুরু হয় ব্যপক শোরগোল! কয়েকশো মানুষের জমায়েত হয় ওই স্কুলের প্রধান শিক্ষকের বাড়ির সামনে। কেন মিথ্যে অভিযোগ করে অন্যান্য শিক্ষকদের বদনাম করার ঘৃণ্য পরিকল্পনা করেছেন ওই প্রধান শিক্ষক, তার প্রতিবাদ দেখাতে এলাকা জুড়ে চরম বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। শেষমেষ চাপে পড়ে আলোককেন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক নিখিল মণ্ডল ওই সহশিক্ষকদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তুলে নেবেন বলে একটি মুচলেকা দেন।

আরও পড়ুন – নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও

এদিকে ঘটনার খবর পেয়েই ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বারংবার বিক্ষোভকারীদের এলাকা খালি করে দেওয়ার অনুরোধ জানান ডেবরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব পাত্র। পুলিশকে অমান্য করেই রীতিমতো উত্তপ্ত হতে থাকে এলাকা, শেষমেষ পুলিশ মাইকিং করে অবিলম্বে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ জানান, অমান্য করলে আটক করার হুঁশিয়ারি দিলে সাথে সাথেই খালি হয়ে যায় এলাকা।

 

পুলিশের অভিযোগ,ঘটনায় দিনের পর দিন স্কুলের শিক্ষক এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা থেকে স্কুলের অভিভাবকেরা মিটিং করেছেন, প্রশাসনকে কোনরূপ জানানো হয়নি উল্টে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। এদিন সকলের ক্ষোভ বিশাল আকার ধারণ করে এলাকায় বিশৃঙ্খলা শুরু হয়েছিল, তবে ডেবরা থানার পুলিশ তা কঠোর হাতে নিয়ন্ত্রণ করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top