নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৬ ই আগস্ট :দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের বুড়িরহাট আদর্শ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষক স্কুলে না আসা ও মিড ডে মিল খাবার তছরুপের অভিযোগে অভিভাবকরা স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ।
দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের বুড়িরহাট আদর্শ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষক ঠিক মত স্কুলে না আসা ও মিডডে মিলের খাবারের টাকা তছরুপের অভিযোগে আজ ছাত্র ছাত্রী দের অভিভাবকরা স্কুলে তালা লাগিয়ে প্ল্যাকার্ড নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখাই স্কুলে মোট ছাত্র ছাত্রী সংখ্যা ৬৫ কিন্তু সেই সংখ্যা কোন দিনই আসেন না প্রতিদিনিই মিড ডে মিল বোডে ৬৫ জন ছাত্র ছাত্রী কথাই লেখা থাকে। অভিভাবকদের আরো দাবি প্রধান শিক্ষক চৌরাশি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হওয়ার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি স্কুলে না আসা ও মিড ডে মিল টাকা তছরুপ করে যাচ্ছে । বারংবার অভিযোগ করেও কোন কাজ হয় নি সেই জন্য আজ স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীর অভিভাবক। প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করে