প্রবল ঝড়ে রানওয়েতে হেলে পড়ল যাত্রীবাহী বিমান, অল্পের জন্য রক্ষা ১৫৭ যাত্রী

প্রবল ঝড়ে রানওয়েতে হেলে পড়ল যাত্রীবাহী বিমান, অল্পের জন্য রক্ষা ১৫৭ যাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – জাকার্তার সোয়েকর্ন-হত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ১৫৭ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী। প্রবল বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে হঠাৎ ঝোড়ো হাওয়ার দাপটে এক দিকে হেলে পড়ে বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি। কয়েক সেকেন্ডের জন্য রানওয়ে থেকে দিকচ্যুত হলেও দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন চালকেরা।

ঘটনাটি ঘটে গত ২৭ জুন, যখন বাটিক এয়ারের একটি যাত্রীবাহী বিমান জাকার্তা বিমানবন্দরে অবতরণ করছিল। রানওয়ে এবং সংলগ্ন এলাকায় তখন তুমুল বৃষ্টিপাত চলছিল। সেই সময় হঠাৎ তীব্র ঝোড়ো হাওয়ার ঝাপটায় বিমানটির ভারসাম্য নষ্ট হয়। ডান দিকে কাত হয়ে পিছলে যেতে থাকে বিমানটি। তবে আতঙ্কের সেই মুহূর্তেও আত্মস্থ থেকে বিমানের নিয়ন্ত্রণে ফের আনেন দুই পাইলট। নিরাপদে থামানো হয় বিমানটি।

এই ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। ‘এয়ারমেনইঞ্জিনিয়ার’ নামের একটি এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ সেটি দেখে ফেলেছেন। নেটাগরিকদের একাংশ এই ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, আবার অনেকেই প্রশংসা করেছেন বিমানচালকদের দক্ষতার।

ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে জানিয়েছে,
“এই পরিস্থিতিতে পাইলটদের উপস্থিত বুদ্ধি ও পেশাদারিত্ব প্রশংসনীয়। সৌভাগ্যবশত বিমানটির গঠনগত কোনো ক্ষতি হয়নি। তবুও সব দিক থেকে মূল্যায়ন চলছে।”

উল্লেখযোগ্যভাবে, কিছু দিন আগেই অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরপরই দুর্ঘটনার মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান। সেই ঘটনায় প্রাণ হারান বিমানে থাকা প্রায় সব যাত্রী ও কর্মীরা। সেই প্রেক্ষিতে এই সাম্প্রতিক ঘটনা আরও আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের মনে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top