কলকাতা – ভারী বৃষ্টিপাতের কারণে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর এবং নেতাজী নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, নেতাজী নগরে একজন সাইকেল আরোহী বৃষ্টিতে জমে থাকা জলে সাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ ব্যালেন্স হারিয়ে তিনি বিদ্যুতের খুঁটি ধরার চেষ্টা করেন। সেই সময়ে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির কারণে ঝুঁকি বেড়েছে। প্রশাসন সতর্কবার্তা জারি করেছে এবং মানুষকে বিদ্যুতের সংস্পর্শে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।
