প্রবল বৃষ্টিতে মাছের গাড়ি দুর্ঘটনা, রাস্তা থেকে মাছ কুড়িয়ে নিয়ে পালালেন বিজেপি নেতা?

প্রবল বৃষ্টিতে মাছের গাড়ি দুর্ঘটনা, রাস্তা থেকে মাছ কুড়িয়ে নিয়ে পালালেন বিজেপি নেতা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব মেদিনীপুর – প্রবল বর্ষণের জেরে পূর্ব মেদিনীপুরে উল্টে গেল মাছবাহী গাড়ি। রাস্তায় ছড়িয়ে পড়ল প্রচুর মাছ। সেই সময়ের একটি ভিডিও ঘিরে উত্তেজনা ছড়াল রাজনৈতিক মহলে। অভিযোগ, আহত চালক ও খালাসিকে সাহায্য করার বদলে মাছ কুড়িয়ে দৌড়তে দেখা গেছে বিজেপি নেতা তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতকে।

ভিডিওটি পোস্ট করেন শহীদ মাতঙ্গিনী ব্লক যুব তৃণমূল সভাপতি সুমিত সামন্ত। তাঁর দাবি, ঘটনাটি কোলাঘাট-হলদিয়া জাতীয় সড়কের মেছাদার শান্তিপুরে। প্রবল বৃষ্টির মাঝেই গাড়ি উল্টে গেলে রাস্তায় ছড়িয়ে পড়ে বড় বড় কাতলা মাছ। গাড়ির চালক ও খালাসি ব্যথায় কাতরাচ্ছিলেন। সেই সময় সাহায্যের হাত না বাড়িয়ে উল্টে গিয়ে মাছ কুড়িয়ে নিয়ে পালান বিজেপি নেতা বামদেব গুছাইত।

ভিডিওটি মুহূর্তে ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে অভিযোগ অস্বীকার করেছেন বামদেব। তাঁর দাবি, ভিডিওটি প্রায় চার বছর আগেকার। তিনি জানান, “প্রথমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করি। এরপর গাড়িওয়ালার পরামর্শে কিছু মাছ তুলেছিলাম। সেসময় প্রবল বৃষ্টি চলছিল, তাই আমাকে দৌড়াতে দেখা গিয়েছে।”

ভিডিওর সঠিক সময়কাল নিয়ে এখনও সংশয় থাকলেও, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মহল। শাসক দল তীব্র আক্রমণ শানালেও বিজেপি নেতা পুরো অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top