প্রবল বৃষ্টিপাতের জেরে জলাধার থেকে জলছাড়া শুরু করেছে ডি.ভি.সি কর্তৃপক্ষ

প্রবল বৃষ্টিপাতের জেরে জলাধার থেকে জলছাড়া শুরু করেছে ডি.ভি.সি কর্তৃপক্ষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পূর্ব বর্ধমান:- প্রবল বৃষ্টিপাতের জেরে জলাধার থেকে জলছাড়া শুরু করেছে ডি.ভি.সি কর্তৃপক্ষ। তিনদিনে দূর্গাপুর ব্যারেজ থেকে প্রায় দুলক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।

এতেই দামোদর নদী ফুঁসতে শুরু করেছে। শক্রবার ৭০,৪৩০কিউসেক, শনিবার ১,২৫,৩৪০ কিউসেক এবং রবিবার ৪৯,৪৫০কিউসেক জল ছাড়া হয়েছে দূর্গাপুর ব্যারেজ থেকে বলে ডি.ভি.সি সূত্রে খবর। এই মুহুর্তে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, দামোদর নদীর জলের স্তর ২৭.৬৯মিটার রয়েছে বিপদজনক স্তর থেকে প্রায় ৫মিটার কম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top