রাজ্য – রবিবার রাতে ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিবিদ। রবিবার রাত ১১:১৫ মিনিট নাগাদ ই এম বাইপাস লাগোয়া মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সমীর পুততুণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা এই নেতা রাজ্য ও দলের অনেক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর চলে যাওয়া রাজনৈতিক ও বামপন্থী মহলে শোকের ছায়া ফেলেছে।




















