অশোকনগর কল্যাণগড় পুরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের নামে পোস্টার পড়লো । শুক্রবার সাতসকালে অশোকনগর এলাকার বিভিন্ন ওলিগলিতে অশোকনগর কল্যাণগড় পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগে পোস্টার পড়তে দেখা যায়। উত্তর ২8 পরগনা অশোকনগর কল্যাণগড় পৌরসভা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অশোকনগর কল্যাণগড় পুরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের নামে পড়েছে পোস্টার। অশোকনগরের পার্থ বলে আখ্যা দিয়ে পৌরসভায় চাকরির বিনিময় লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে নবনির্বাচিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে।
তবে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রবোধ সরকার জানান এই ঘটনার সত্যতা প্রমাণিত হলে তিনি পৌর প্রধান পদ থেকে ত্যাগ করবেন বলে জানান।নামে পোস্টার পড়লেও তাকে দেখা যায় ৯ নম্বর ওয়ার্ডের নিকাশী নালা পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন তিনি । বর্ষায় জমা জলের কারণে যাতে সাধারণ মানুষকে সমস্যায় না পড়তে হয়, তার জন্যই ময়দানে নেমে কাজ করছেন। প্রকৃত পৌরপ্রধান বলেই মনে করছেন এলাকাবাসী সহ তৃণমূল সমর্থকরা।
আরও পড়ুন – পার্থর প্রতি ক্ষোভ থাকলেও মমতায় বিশ্বাস সংখ্যালঘু তৃণমূল কর্মী সমর্থকদের
উল্লেখ্য, শুক্রবার সাতসকালে অশোকনগর এলাকার বিভিন্ন ওলিগলিতে অশোকনগর কল্যাণগড় পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে চাকরি দেবার নাম করে প্রতারণার অভিযোগে পোস্টার পড়তে দেখা যায়। উত্তর ২8 পরগনা অশোকনগর কল্যাণগড় পৌরসভা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অশোকনগর কল্যাণগড় পুরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের নামে পড়েছে পোস্টার।
অশোকনগরের পার্থ বলে আখ্যা দিয়ে পৌরসভায় চাকরির বিনিময় লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে নবনির্বাচিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রবোধ সরকার জানান এই ঘটনার সত্যতা প্রমাণিত হলে তিনি পৌর প্রধান পদ থেকে ত্যাগ করবেন বলে জানান।নামে পোস্টার পড়লেও তাকে দেখা যায় ৯ নম্বর ওয়ার্ডের নিকাশী নালা পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন তিনি । বর্ষায় জমা জলের কারণে যাতে সাধারণ মানুষকে সমস্যায় না পড়তে হয়, তার জন্যই ময়দানে নেমে কাজ করছেন। প্রকৃত পৌরপ্রধান বলেই মনে করছেন এলাকাবাসী সহ তৃণমূল সমর্থকরা।