প্রভাব খাটিয়ে বিজেপি বিধায়ক কন্যার এইমসে চাকরীর অভিযোগ, ফের আজ মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি. প্রভাব খাটিয়ে বিজেপির বিধায়ক কন্যার কল্যানী এইমসের চাকরীর ঘটনায় ফের একবার নিলাদ্রী শেখর দানার কন্যা মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করল সি আই ডি। আজ দুপুর ২ টা ১৫ নাগাদ সি আই ডির চার সদস্যের একটি তদন্তকারী দল বাঁকুড়ার বিধায়কের বাড়িতে যায় ।
এক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় মৈত্রী দানাকে। বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানার মেয়ে মৈত্রী দানার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি প্রভাব খাটিয়ে কল্যানী এইমসে চাকরী পান চলতি বছরের গোড়ার দিকে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত নিজেদের হাতে নেয় সি আই ডি। গত ১৫ জুলাই ও ১ আগষ্ট দু দফায় বিধায়ক কন্যা মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করে সি আই ডি।
আরও পড়ুন – দিনহাটায় প্রচারে এসে দলীয় কর্মীদের সতর্ক করলেন উদয়ন
কিছুদিন আগে বিধায়ক নিলাদ্রী শেখর দানাকেও ভবানি ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর ওই জিজ্ঞাসাবাদ পর্বে পাওয়া তথ্য যাচাই করতে আজ ফের মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করে সি আই ডির আধিকারিকরা । এদিন ২ টা ১৫ থেকে ৩ টা ১৫ পর্যন্ত টানা একঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করেন তদন্তকারীরা।
জিজ্ঞাসাবাদ শেষে মৈত্রী দানার আইনজীবী শুভাশিস দে বলেন, ” নিলাদ্রী শেখর দানাকে কিছুদিন আগে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিন সেই তথ্যগুলি যাচাই করে দেখেছেন তদন্তকারীরা। আগামীদিনে তদন্তের স্বার্থে সি আই ডি জিজ্ঞাসাবাদ করতে চাইলে সেক্ষেত্রে সবরকম ভাবে সহযোগিতা করা হবে”।