প্রয়াত কথা সাহিত্যিকের স্মরণসভা

প্রয়াত কথা সাহিত্যিকের স্মরণসভা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রয়াত কথা সাহিত্যিকের স্মরণসভা। প্রয়াত কথাসাহিত্যিক দেবেশ কান্তি চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সঙ্ঘে। এই স্মরণসভার আয়োজক ছিল প্রয়াত সাহিত্যিকের ঘনিষ্ঠতম মহলের সাহিত্য সংস্থা উত্তর দিনাজপুর কবি কথা। সভার শুরুতেই প্রয়াত সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পমালা প্রদান করে শ্রদ্ধার্ঘ্য জানান সংস্থার সভাপতি কবি অরুণ চক্রবর্তী, সংস্থার সম্পাদক কবি ছড়াকার তুহিন শংকর চন্দ ও উপস্থিত বিশিষ্ট কবি শিল্পী সাহিত্য অনুরাগী মানুষজনেরা।

 

এক মিনিট নীরবতা পালন করে শুরু হয় শোকজ্ঞাপন ও কবিতার মাধ্যমে শোকগাঁথা। প্রয়াত সাহিত্যিকের জীবনচরিত, সাহিত্য সৃষ্টির প্রেক্ষাপট, চলার পথের খুঁটিনাটি নিয়ে বিস্তৃত আলোচনা করেন কবি অরুণ চক্রবর্তী, কবি ছড়াকার তুহিন শঙ্কর চন্দ, গল্পকার সৌরেন চৌধুরী, ৯৩ বছরের অশীতিপর কবি বিনয় কৃষ্ণ সাহা, কবি সাংবাদিক হিমাংশু দাস, সুনীল চন্দ, রানী সেন, দীপা চৌধুরী, পুনম বোস, অর্পিতা গোস্বামী, তপন রায় প্রমুখ অর্ধশত কবি সাহিত্যিক। শোকের আবহে ভাবগম্ভীর সংগীত পরিবেশন করে শোক জ্ঞাপন করেন শিল্পী আলপনা কুন্ডু।।

আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া

উল্লেখ্য, প্রয়াত কথাসাহিত্যিক দেবেশ কান্তি চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সঙ্ঘে। এই স্মরণসভার আয়োজক ছিল প্রয়াত সাহিত্যিকের ঘনিষ্ঠতম মহলের সাহিত্য সংস্থা উত্তর দিনাজপুর কবি কথা। সভার শুরুতেই প্রয়াত সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পমালা প্রদান করে শ্রদ্ধার্ঘ্য জানান সংস্থার সভাপতি কবি অরুণ চক্রবর্তী, সংস্থার সম্পাদক কবি ছড়াকার তুহিন শংকর চন্দ ও উপস্থিত বিশিষ্ট কবি শিল্পী সাহিত্য অনুরাগী মানুষজনেরা।

 

এক মিনিট নীরবতা পালন করে শুরু হয় শোকজ্ঞাপন ও কবিতার মাধ্যমে শোকগাঁথা। প্রয়াত সাহিত্যিকের জীবনচরিত, সাহিত্য সৃষ্টির প্রেক্ষাপট, চলার পথের খুঁটিনাটি নিয়ে বিস্তৃত আলোচনা করেন কবি অরুণ চক্রবর্তী, কবি ছড়াকার তুহিন শঙ্কর চন্দ, গল্পকার সৌরেন চৌধুরী, ৯৩ বছরের অশীতিপর কবি বিনয় কৃষ্ণ সাহা, কবি সাংবাদিক হিমাংশু দাস, সুনীল চন্দ, রানী সেন, দীপা চৌধুরী, পুনম বোস, অর্পিতা গোস্বামী, তপন রায় প্রমুখ অর্ধশত কবি সাহিত্যিক। শোকের আবহে ভাবগম্ভীর সংগীত পরিবেশন করে শোক জ্ঞাপন করেন শিল্পী আলপনা কুন্ডু।। প্রয়াত কথা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top