কলকাতা – প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হেনা। রবিবার রাত পৌনে ১১টা নাগাদ সল্টলেকের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আবু হেনা। তাঁর মৃতদেহ সোমবার কলকাতা থেকে লালগোলায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
পেশায় আইনজীবী আবু হেনা ১৯৯১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা লালগোলার কংগ্রেস বিধায়ক ছিলেন। ২০১১ সালে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তিনি মন্ত্রী হন। তবে পরে কংগ্রেস মন্ত্রিসভা থেকে সরে আসার সময় তিনিও ইস্তফা দেন। ২০২১ সালের নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী মুহাম্মদ আলির কাছে পরাজিত হন।
আবু হেনা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদে ছিলেন এবং রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। তাঁর পিতা আব্দুস সাত্তার ছিলেন সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “ভাবতেই পারছি না, প্রিয় হেনাদা আর নেই। গত সপ্তাহেই কলকাতায় দেখা হয়েছিল, ভেবেছিলাম আবার একসঙ্গে হব, কিন্তু সেই দেখা যে শেষ দেখা হবে তা কল্পনাও করিনি। তিনি শুধু প্রাক্তন মন্ত্রী নন, ছিলেন আমার সহযোদ্ধা, হৃদয়ের আপনজন। তাঁর আদর্শ আগামী প্রজন্মকে পথ দেখাবে।”
রাজনৈতিক মহল, কংগ্রেস শিবির এবং মুর্শিদাবাদবাসীর মধ্যে আবু হেনার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
