মেদিনীপুর – অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সিপিএম সম্পাদক তথা প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার প্রয়াত। সোমবার রাত ১১টা ১৫ নাগাদ মেদিনীপুর শহরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন, যদিও শেষ দিন পর্যন্ত দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জানা গেছে, সোমবার সন্ধ্যায় তিনি পার্টি অফিসে প্রায় এক ঘণ্টা কাটিয়ে বাড়ি ফেরেন। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। মঙ্গলবার দলের নেতা-কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন, দেহদানের মধ্য দিয়েই সম্পন্ন হবে তাঁর শেষযাত্রা।
বাম রাজনীতিতে দীপক সরকার ছিলেন এক বিশিষ্ট নাম। মেদিনীপুর জেলার সংগঠন গঠন থেকে উন্নয়নমূলক কাজে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শ্রমিক আন্দোলন থেকে শিক্ষক সংগঠন—সবক্ষেত্রেই সক্রিয় ভূমিকা ছিল তাঁর। মেদিনীপুর কলেজে অধ্যাপনার পাশাপাশি তিনি দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বয়সজনিত কারণে সাম্প্রতিক বছরগুলোয় কিছুটা নিস্ক্রিয় থাকলেও পার্টি অফিসে নিয়মিত যাতায়াত বজায় রেখেছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাম রাজনৈতিক মহলে।
