হাওড়া – প্রয়াত সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার বুধবার রাত সাড়ে ৮ টা নাগাদ নিজের বাসভবনে মারা গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
শীতল সর্দার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে ১৯৯৬ সাল থেকে টানা পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত ছিলেন। প্রথমে কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া শীতল সর্দার পরে চারবার তৃণমূলের প্রার্থী হিসেবে বিধায়ক পদে পুনর্নির্বাচিত হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
জানা গেছে, ২০২১ সালের নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই জানিয়েছিলেন, আশি ঊর্ধ্ব কোনও জনপ্রতিনিধিকে আর ভোটের লড়াইয়ে না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অব্যাহতি দেওয়া হবে। এই নীতির কারণে শিবপুরের প্রবীণ বিধায়ক জটু লাহিড়ী বাদ পড়েন এবং দলের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যোগ দেন। একই সময়ে সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দারও বিজেপিতে যোগ দেন।
শীতল সর্দারের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহলে গভীর শোক নেমে এসেছে এবং তার রাজনৈতিক অবদানকে স্মরণ করা হচ্ছে।




















