৮ জুলাই ২০২১ : প্রয়াত হলেন কিংবদন্তী পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র। যিনি সম্পর্কে হলিউড সুপারস্টার রবার্ট ডাউনি সিনিয়রের বাবাও। বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবারসূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই পার্কিনসন রোগে ভুগছিলেন তিনি।

বাবার মৃত্যুর খবর ইনস্টাগ্রামে শেয়ার করে ছেলে রবার্ট ডাউনি লিখেছেন, “ঘুমের মধ্যেই শান্তিতে চলে গেলেন বাবা। তিনি ছিলেন প্রকৃত চিত্র পরিচালক। সারাজীবন চূড়ান্ত আশাবাদী থেকেছেন মানুষটি। আমার সৎ মা’র মতে ২০০০-এর বেশি সময় ধরে হ্যাপিলি ম্যারেড ছিলেন বাবা।” পিতৃহারা রবার্ট ডাউনির জন্য কমেন্ট বক্সে ভিড় করেছে সমবেদনা। টাতে পাশে থাকার বার্তা অনুরাগীদের। তাঁর মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।