নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,৪ ঠা সেপ্টেম্বর : “প্রশান্ত কিশোর কে ভাড়া করে তৃণমূল পাটি ও প্রশাসন পরিচালনা করা হচ্ছে।” বুধবার মুর্শিদাবাদ বহরমপুরে দক্ষিণ বিজেপি পক্ষ থেকে চা চক্রের অনুষ্ঠান শেষে বিজেপি রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে তৃণমূল কে এই ভাবে আক্রমণ করলেন। পাশাপাশি সম্প্রতি বিজেপি সাংসদ অর্জুন সিং উপর আক্রমণ নিয়ে পুলিশ ও রাজ্য সরকারকে একহাত নিলেন দিলীপ ঘোষ ।
বহরমপুরে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, আইনশৃঙ্খলা থাকে তবেই অবনতি হয় এবং উন্নতি হয়। এখানে আইপিএস অফিসার মুখ্যমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রনাম করে চাকরি বাচাছেন সেখানে কি আসা করা যায়। তবে মুখ্যমন্ত্রী হাতে পুলিশ, দল এবং প্রশাসন কোন কিছু নিজের হাতে নেই। প্রশান্ত কিশোর কে ভাড়া করে পাটি ও প্রশাসন পরিচালনা করা হচ্ছে। সরকারের ইচ্ছা শক্তি থাকা চায় সব জায়গায় রাজনীতি করে বিরোধীদের উপর জোর করে দমন করেন তাহলে তার প্রতিকার ও প্রতিরোধ হবেই। অর্জুন সিং বিজেপিতে আসার পর তার উপর আক্রমন হচ্ছে। ব্যারাকপুর মানুষ লোকসভা ও বিধানসভা বিজেপি জিতেছে। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে জোর করে কোন গুন্ডা ও পুলিশ দিয়ে মানুষকে দাবিয়ে রাখা যায় না। বিজেপি কে আটকানো জন্য গুন্ডা দিয়ে চেষ্টা করা হল। এখন পুলিশ কে গুন্ডা বানিয়ে কেস দিয়ে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে । রাজ্য ২৮হাজার বেশি কেস আমাদের কর্মীদের উপর আছে। বিজেপি কে অনুষ্ঠান করতে দেওয়া হয়না, এই ভাবে প্রশাসন ও সরকার দিয়ে বিজেপি কে আটকানো চেষ্টা করা হলে এই ধরনের অশান্তি আরো বারবে।
পাশাপাশি বউবাজারে মেট্রো সম্প্রসারনে ফলে বাড়ি ধ্বসে যাওয়ার ঘটনা জেরে দিলীপ ঘোষ বলেন, মেট্রো ইঞ্জিনিয়ার দের সতর্ক থাকা উচিত। এত পুরোনো শহর আমাদের কলকাতা এবং মাটির নীচে কাজ করতে গেলেই একটা রিক্স থেকে যায় ফলে এতে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যা ক্ষতি হয়েছে তা সবাই কে দেখা উচিত রাজ্য ও কেন্দ্র একসাথে কাজ করা উচিত।
শনিবার থেকে আন্দোলনে নেমেছেন বহরমপুর পৌরসভার সাফাই কর্মীরা সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বহরমপুর পৌরসভা নিকাশী নালা পরিস্কার করা হয়নি কর্মচারীরা তাদের আন্দোলন জেরে। তবে রাজ্য সরকার ও পৌরসভা কতৃপক্ষ বিষয়টি দেখা উচিত এবং দ্রুত সমস্যা সমাধান হওয়া উচিত। ভারতে অর্থনীতি মন্দা থাকলেও আবার আগের মতো অর্থনীতি ফিরে আসবে কেন্দ্রীয় সরকার সামাল দিয়ে পরিস্থিতি সামাল দেবে।
বুধবার চা চক্রের আগে বহরমপুর শহরের প্রান কেন্দ্র ব্যারাক স্কোয়ার ময়দানে প্রাতঃ ভ্রমন করেন দিলীপ ঘোষ। এদিনের এই চা চক্রের সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি মাফুজা খাতুন ও মুর্শিদাবাদ দক্ষিণ বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ ।