প্রশাসনের অনুমতি ছাড়াই শোভাযাত্রা, গ্রেফতার ৪ আরএসএস নেতা

প্রশাসনের অনুমতি ছাড়াই শোভাযাত্রা, গ্রেফতার ৪ আরএসএস নেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৯ শে সেপ্টেম্বর : পুলিশ প্রশাসনের অনুমতি না নিয়ে শোভাযাত্রা বের করার অভিযোগে নিমতা থানার পুলিশ ৪ আরএসএসের নেতাকে গ্রেফতার করে । রবিবার সকালে আরএসএসের বেলঘড়িয়া মন্ডলের নেতৃত্বে একটি শোভাযাত্রার শুরু হয়। যা নিমতা থানা এলাকার নিমতা বয়েজ ক্লাবের মাঠ থেকে মহাজাতি নগরে গিয়ে শেষ হবার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তার গতিপথ পরিবর্তন করে আরএসএসের নেতৃত্বরা। সকাল দশটায় সেই মিছিল বের হয় এবং নিমতা বয়েজ ক্লাবের মাঠ থেকে শুরু হয়ে, বিভিন্ন রাস্তা ঘুরে পরে নিমতা থানার পেছনে সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে গিয়ে শেষ হয়। এর পরেই আর এসএসের পাঁচ নেতাকে থানায় ডেকে পাঠায় নিমতা থানার পুলিশ। এবং তারসঙ্গে তাদের গ্রেফতারও করা হয়। গ্রেফতার করার পর ক্ষোভে ফেটে পড়েন আরএসএসের কর্মীসমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। ধৃতদের নাম নির্মল কুমার মাইতি, সত্যজিৎ গাঙ্গুলী, ভোলানাথ বারুই এবং চিরঞ্জীত মজুমদার। ধৃতদের রবিবার বারাকপুর আদালতে তোলা হচ্ছে বলে জানা যায় পুলিশ সূত্রে। এই ঘটনার জেরে আপাতত এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা নিয়ন্ত্রণে আনতে পুলিশি টহল চলছে l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top