প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম

প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, সিপিএম। এখনো চলছে একই ভাবে,,গাড়িতে জেনারেটর তুলে ডিজে বাজানোর কারণে দুর্ঘটনা প্রসঙ্গে,,,,,প্রশাসনের ওপর ভরসা করলে হারাতে হবে সন্তানকে, বললো সিপিএম। গাড়িতে জেনারেটর চালিয়ে ডিজে বাজাতে গিয়ে ১০ জনের মৃত্যুর পরেও হেলদোল নেই প্রশাসনের, দিনের আলোতে রাজপথ দিয়েই ছুটছে এমন বহু গাড়ি। ক্ষোভ প্রকাশ বামফ্রন্টের।

 

এখন ময়নাতদন্ত হয় নি মৃত দশ জনের, তার আগেই চমকে দেবার মতো দৃশ্য জলপাইগুড়ি শহর সহ জাতীয় সড়কে, যে কারণে বিদ্যুৎপিস্ট হয়ে মৃত্যু হলো দশ জন পুণ্যার্থীর, সেই একই ভাবে গাড়িতে জেনারেটর নিয়ে ডিজে বাজিয়ে প্রকাশ্যে বহু গাড়িকে অবাধে ঘুরতে।

 

আর এই নিয়েই তীব্র ক্ষোভ উগরে দিয়েছে সি পি আই এম দল, সহ বামফ্রন্ট। ইতিমধ্যেই রাজ্যে সহ সমগ্র দেশ জেনে গিয়েছে গতকাল রাতের মর্মান্তিক দুর্ঘনার কথা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী সভার এক সদস্যকে ইতিমধ্যেই জলপাইগুড়ি এবং কুচবিহার জেলায় গিয়ে মৃত পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ ও দিয়েছেন, বিকেলের মধ্যেই আসছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন – ষাঁড়ের পিঠে চেপে শহরময় ঘুরে প্রাচীণ এক্তেশ্বর মন্দিরে পৌঁছালেন দেবাদিদেব মহাদেব

তবে এর পরেও যে পুলিশ প্রশাসনের টনক নরেনি সোমবার সকালের দৃশ্য তারই প্রমান বলে মনে করছেন অনেকেই। এই মর্মান্তিক ঘটনার জন্য পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলন বাতিল করেছে জেলা সিপিএম।
দুর্ঘটনার পরেও প্রকাশ্যে গাড়িতে জেনারেটর চালিয়ে ডিজে বাজিয়ে ঘুরে বেড়ানো প্রসঙ্গে জেলা সিপিএমের অন্যতম সদস্য পীযুষ মিশ্র ক্ষোভ এবং দুঃখের সাথে বলেন, বর্তমান প্রশাসনের ওপর ভরসা করলে নিজের সন্তানকে হারাতে হবে সাধারণ মানুষকে, কারণ এত বড় ঘটনা ঘটার পরেও একই দৃশ্য দেখা যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top