যশ ও ছেলে প্রসঙ্গে কী বলেন যশের প্রাক্তন স্ত্রী শ্বেতা

যশ ও ছেলে প্রসঙ্গে কী বলেন যশের প্রাক্তন স্ত্রী শ্বেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্রসঙ্গে

যশ ও ছেলে প্রসঙ্গে কী বলেন যশের প্রাক্তন স্ত্রী শ্বেতা? বিগত কয়েক মাস ধরে যশ-নুসরতকে নিয়ে তোলপাড় টলিপাড়া থেকে নেটদুনিয়া। সাংসদ- অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে সম্পর্ক, সহবাস, বিজেপি -তে যোগদান, নির্বাচনে পরাজয় এবং এরপর নুসরতের সন্তানের জন্মের পর তাঁর ছায়াসঙ্গী হয়ে থাকা, সব কিছুই রয়েছে আলোচনায়। ফের চর্চা শুরু যশকে নিয়ে। এবারে তিনি কাঠগড়ায় তাঁর প্রাক্তন স্ত্রী শ্বেতা সিং কালহানসকে নিয়ে।

 

যশ দাশগুপ্ত যে ডিভোর্সি, এই কথা বেশ কয়েকজন জানলেও, সকলে অবগত নয়। হঠাৎই সামনে এসেছে তাঁর প্রাক্তন স্ত্রী শ্বেতা সিং কালহানসের নাম। এই মুহূর্তে তিনি মুম্বইয়ের বাসিন্দা।  তাদের ডিভোর্স হয়েছেন অনেক আগেই। বিষয়টি অনেকেরই অজানা।

 

তিনি বলেন, ‘নিজের মতোই আছি। সংবাদমাধ্যমে কাজ করছি। বহু বছর আগে যশের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। বিয়ে হয়েছিল মুম্বাইতে। আমাদের একটি ১০ বছরের ছেলেও রয়েছে।এক সাক্ষাৎকারে যশ ও ছেলে প্রসঙ্গে কথা বলেন প্রাক্তন স্ত্রী শ্বেতা। বর্তমানে তিনি থাকেন মুম্বাইয়ে, সেখানেই করেন চাকরি।

 

আর ও  পড়ুন    বেহাল রাস্তার মধ্যে জ্যান্ত মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন এলাকাবাসীরা

 

যশের সঙ্গে নুসরাতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নুসরাতকে দেখেছি। কিন্তু চিনি না। তাই কিছু বলতে চাই না। ’  তবে ভবিষ্যতে যশ কীভাবে নিজেকে প্রকাশ করবেন, সে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

বর্তমানে যশের প্রতি কোনো অনুভূতি নেই জানিয়েছে তিনি বলেন, ‘যশ যে দিন আমাদের পরিবার ছেড়ে চলে গিয়েছিল, সেদিন থেকেই ওর জন্য আমার ভালোবাসা উধাও হয়ে গিয়েছে।

 

গত ২৬ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। তার ছেলের বাবা কে, এই প্রশ্নের উত্তর না দিয়ে বারবারই পাশ কাটিয়েছেন তিনি। যদিও গুঞ্জন রয়েছে, নুসরাতের সন্তানের বাবা নাকি যশই!  ২০১৭ সালে এই যুগলের প্রথম ছবি— ‘ওয়ান’। তখন থেকে তাদের আলাপ, বন্ধুত্ব। তারপর ২০২০ সালে ‘এসওএস কলকাতা’-র শুটিংয়ের সময় থেকে ঘনিষ্ঠতা বাড়ে যশ এবং নুসরাতের।

 

বর্তমানে যশ ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘চিনে বাদাম’ -র শ্যুটিংয়ে। গত সোমবার থেকে শুরু হয়েছে শিলাদিত্য মৌলিক পরিচালিত এই রম-কম ছবির শ্যুটিং। ছবিতে যশ জুটী বেঁধেছেন এনা সাহার সঙ্গে।

 

উল্লেখ্য,যশ দাশগুপ্ত যে ডিভোর্সি, এই কথা বেশ কয়েকজন জানলেও, সকলে অবগত নয়। হঠাৎই সামনে এসেছে তাঁর প্রাক্তন স্ত্রী শ্বেতা সিং কালহানসের নাম। এই মুহূর্তে তিনি মুম্বইয়ের বাসিন্দা।  তাদের ডিভোর্স হয়েছেন অনেক আগেই। বিষয়টি অনেকেরই অজানা।  তিনি বলেন, ‘নিজের মতোই আছি। সংবাদমাধ্যমে কাজ করছি। বহু বছর আগে যশের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। বিয়ে হয়েছিল মুম্বাইতে। আমাদের একটি ১০ বছরের ছেলেও রয়েছে।এক সাক্ষাৎকারে যশ ও ছেলে প্রসঙ্গে কথা বলেন প্রাক্তন স্ত্রী শ্বেতা। বর্তমানে তিনি থাকেন মুম্বাইয়ে, সেখানেই করেন চাকরি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top