মুখ্যমন্ত্রীর সভার আগে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ও শাসকদলে যোগদান কর্মসূচি । বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার পুরুলিয়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০শে মে পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকের পর ৩১শে মে বুথ ভিত্তিক কর্মী সভায় যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর কর্মীসভা অনুষ্ঠিত হবে পুরুলিয়া শহরের অদূরে শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ড ময়দানে। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভা উপলক্ষে শুক্রবার বাঘমুন্ডি ব্লকের তারই প্রস্তুতি সভার আয়োজন করে তৃণমূল।
এদিন বাঘমুন্ডি হাই স্কুল প্রাঙ্গনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। যেখানে তৃণমূল কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ ভিত্তিক কর্মীসভাতে কিভাবে বেশি সংখ্যক দলীয় কর্মী নিয়ে যাওয়া যায় তাই নিয়ে প্রস্তুতি বৈঠকে আলোচিত হয়। পাশাপাশি সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে পাখির চোখ করেছেন বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের এই প্রস্তুতি সভা থেকে দলীয় নেতৃত্ব ও দলীয় কর্মীদের আগামী দিনে ময়দানে নেমে আরও বেশি করে লড়াই করার বার্তা দেন উপস্থিত মঞ্চে থাকা তৃণমূলের হেভিওয়েট নেতারা।
আরও পড়ুন – ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট বদল করে সরকারি ব্যাঙ্কে বেসরকারিকরণের পদ্ধতি শুরু করেছে কেন্দ্র সরকার
এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য তথা পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, শিক্ষা-সংস্কৃতি-তথ্য-ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, পুরুলিয়া আইএনটিটিইউসি জেলা সভাপতি উজ্জ্বল কুমার, বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো সহ জেলা ও বাঘমুন্ডি ব্লক নেতৃত্ব। সভা শেষে তৃণমূলে এক বড়োসড়ো যোগদান হলো এদিন। জানা গিয়েছে, তুন্তুড়ি-সুইসা অঞ্চল তৃণমূল সভাপতি মিহির কুইরি ও জেলা কমিটির সদস্য যুগল চন্দ্র কুইরি এর নেতৃত্বে ওই অঞ্চল থেকে বিজেপি, কংগ্রেস ও এসইউসিআই ছেড়ে মোট ১৫টি পরিবার মাননীয়া মন্ত্রী ও জেলা তৃণমূলের সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করেন।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩১শে মে জেলাতে একটি বুথ ভিত্তিক অঞ্চল সম্মেলন করবেন সেখানে জেলার প্রত্যেক ব্লকের কর্মীদের উপস্থিত থেকে বক্তব্য শোনার জন্য বার্তা দেওয়া হয়। এবং সামনে পঞ্চায়েত নির্বাচন সেইদিকে লক্ষ্য রেখে মাঠে নেমে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও এদিন যে পরিবারগুলি বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাদেরকে সসম্মানে গ্রহণ করা হলো দলে। আগামীদিনেও দিদির উন্নয়ন দেখে সকলে দলে দলে যোগ দেবেন বলে আশাবাদী।