ভোট যেন ভোটের মত হয়, ভোট যেন প্রহসন না হয়, বললেন অধীর

ভোট যেন ভোটের মত হয়, ভোট যেন প্রহসন না হয়, বললেন অধীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্রহসন

ভোট যেন ভোটের মত হয়, ভোট যেন প্রহসন না হয়, বললেন অধীর ।  বহরমপুর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। আসন্ন  পৌরসভা ভোট নিয়ে অধীর চৌধুরী বলেন, এই মুহূর্তে কোভিড পরিস্থিতি বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে। ভোট  স্বাস্থ্য বিশেষজ্ঞ মতামত নিয়ে করা উচিত।  আর ভোট যেন ভোটের মত হয়। ভোট যেন প্রহসন না হয়।

 

অধীর বলেন,  সিঁদুর মেঘ দেখলে ভয় হয় আমাদের। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি। তাই ভোট যেন ভোট হয়, প্রহসন না হয়। এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন,  দিদি প্রথমে ছিল ভবানীপুর পার করা। দিদি মোদী রাজনাথ সিং কাছে ম্যানেজ করেছে। জিটিএ ভোট করা দরকার এবং পঞ্চায়েত নির্বাচন করা দরকার।

 

আরও পড়ুন   সরিষার তেলের মূল্য বৃদ্ধিতে সংকটে তুফানগঞ্জের মৃৎশিল্পীরা   

 

অধীর বলেন,  কোভিড ভ্যাকসিন কে দেবে? রাজ্যে এখন  দিদির দলের লোক ভ্যাকসিন  দিচ্ছে। সরকারী টাকাতে সরাসরি দল পরিচালিত হচ্ছে। জিটিএ নিয়ে নতুন করে যাতে উত্তেজনা তৈরি না হয় এটাই আমরা চাইব এবং পৌরসভা যেন ঠিক মতো হয় তার আবেদন করৈন অধীর চৌধুরী।

 

উল্লেখ্য, ভোট যেন ভোটের মত হয়, ভোট যেন প্রহসন না হয়, বললেন অধীর ।  বহরমপুর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। আসন্ন  পৌরসভা ভোট নিয়ে অধীর চৌধুরী বলেন, এই মুহূর্তে কোভিড পরিস্থিতি বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে। ভোট  স্বাস্থ্য বিশেষজ্ঞ মতামত নিয়ে করা উচিত।  আর ভোট যেন ভোটের মত হয়। ভোট যেন প্রহসন না হয়।

 

অধীর বলেন,  সিঁদুর মেঘ দেখলে ভয় হয় আমাদের। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি। তাই ভোট যেন ভোট হয়, প্রহসন না হয়। এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন,  দিদি প্রথমে ছিল ভবানীপুর পার করা। দিদি মোদী রাজনাথ সিং কাছে ম্যানেজ করেছে। জিটিএ ভোট করা দরকার এবং পঞ্চায়েত নির্বাচন করা দরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top