ভোটের নামে প্রহসন! প্রতিবাদের ভাষা দেওয়াল। ভোটের নামে প্রহসন প্রতিবাদের ভাষা দেওয়াল।যে দেওয়ালে ভোটের প্রচার হচ্ছিলো ভোটের আগে, সেই দেওয়ালের গায়ে এখন প্রতিবাদের ভাষা, সারা রাজ্য বিভিন্ন জেলায় পি আই এমের প্রার্থি সহ কর্মিদের মারধর, প্রচারে বাঁধা ,পরে ভোটের দিন বিভিন্ন বুথে এজেন্ট দের হুমকি মারধর শাসক দলের সন্ত্রাস ভোট লুট করেছে এমনটাই অভিযোগ বামফ্রন্টের।
বিভিন্ন জেলায় কোথায় ডেপুটেশন, মিছিল, পথসভার মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা এলাকার বেশ কিছু বুথে ভোট লুট হয়েছে এমনি অভিযোগ বাম দলের। সেই দাবিতে বাঁশবেড়িয়া বিভিন্ন জায়গায় দেওয়াল লেখার মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে।বলা হয়েছে চোদ্দ, পনেরো, ষোলো, একুশ,বাইশ সহ একাধিক ওয়ার্ডে ভোট লুট করেছে শাসক দল।
কিন্তু আজ শ্রীরামপুরের ২৫ নং ওয়ার্ড এর ৭ নং বুথে রিপোলিং, সকাল থেকে সেখানে ভোট পর্ব হচ্ছে শান্তিতে। বাম দলের অভিযোগ এত বড় নির্বাচন এ এতো অভিযোগ নিবার্চন কমিশন শুধু দুটি জায়গায় পুনরায় ভোট নিচ্ছে এটা তো প্রহসন ছাড়া আর কি?
আর ও পড়ুন নিউটাউন হাজরা কালীবাড়ি মন্দিরে শিব পার্বতীর পুজো দিলেন দিলীপ ঘোষ
উল্লেখ্য, ভোটের নামে প্রহসন! প্রতিবাদের ভাষা দেওয়াল। ভোটের নামে প্রহসন প্রতিবাদের ভাষা দেওয়াল।যে দেওয়ালে ভোটের প্রচার হচ্ছিলো ভোটের আগে, সেই দেওয়ালের গায়ে এখন প্রতিবাদের ভাষা, সারা রাজ্য বিভিন্ন জেলায় পি আই এমের প্রার্থি সহ কর্মিদের মারধর, প্রচারে বাঁধা ,পরে ভোটের দিন বিভিন্ন বুথে এজেন্ট দের হুমকি মারধর শাসক দলের সন্ত্রাস ভোট লুট করেছে এমনটাই অভিযোগ বামফ্রন্টের।
বিভিন্ন জেলায় কোথায় ডেপুটেশন, মিছিল, পথসভার মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভা এলাকার বেশ কিছু বুথে ভোট লুট হয়েছে এমনি অভিযোগ বাম দলের। সেই দাবিতে বাঁশবেড়িয়া বিভিন্ন জায়গায় দেওয়াল লেখার মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে।বলা হয়েছে চোদ্দ, পনেরো, ষোলো, একুশ,বাইশ সহ একাধিক ওয়ার্ডে ভোট লুট করেছে শাসক দল।
কিন্তু আজ শ্রীরামপুরের ২৫ নং ওয়ার্ড এর ৭ নং বুথে রিপোলিং, সকাল থেকে সেখানে ভোট পর্ব হচ্ছে শান্তিতে। বাম দলের অভিযোগ এত বড় নির্বাচন এ এতো অভিযোগ নিবার্চন কমিশন শুধু দুটি জায়গায় পুনরায় ভোট নিচ্ছে এটা তো প্রহসন ছাড়া আর কি?