অফবিট- প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসায় বহুদিন ধরেই পাথরকুচি গাছ ব্যবহৃত হয়ে আসছে। ছোট চেহারার এই গাছটি দেখতে যেমন সহজ-সরল, এর উপকারিতা কিন্তু অনেক বড়। গরমে ও বর্ষায় বিভিন্ন রোগ প্রতিরোধে পাথরকুচি গাছের পাতা অত্যন্ত কার্যকর বলে মনে করেন বহু চিকিৎসক ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ।বিশেষজ্ঞদের মতে, পাথরকুচি পাতায় থাকে প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। কিডনির পাথর গলাতে এর ব্যবহার বহুদিন ধরেই প্রচলিত। এছাড়া পাতা চিবিয়ে খেলে অম্বল, পেটের গ্যাস, হালকা জ্বর ও সর্দি-কাশি উপশমে সাহায্য করতে পারে।পাতা বেটে রস তৈরি করে সরাসরি ত্বকে লাগালে হালকা পোড়া, চুলকানি বা অ্যালার্জি প্রশমনে উপকার মিলতে পারে। পাতা ফাটিয়ে তার রস খাওয়ার চল এখনও গ্রামবাংলার ঘরে ঘরে।তবে বিশেষ কোনো অসুখের ক্ষেত্রে পাথরকুচি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।সুলভ, সহজলভ্য আর বহুগুণে সমৃদ্ধ এই গাছ তাই শুধু সৌন্দর্য নয়, হয়ে উঠতে পারে আপনার ঘরোয়া স্বাস্থ্যরক্ষার সহায়ক।
