প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে নবান্ন অভিযানে বিজেপি কর্মী সমর্থকেরা। দুই দিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং দলের বিধায়কের বিরুদ্ধে টাকা নিয়ে পদ বন্টনের অভিযোগ তুলে জেলা সভাপতিকে পদত্যাগ পত্র পাঠিয়ে দল ছেড়েছেন মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার তৃণমূলের অঞ্চল সভাপতি মনোজ রাম। মনোজ রামের অভিযোগ, দলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ টাকা নিয়ে দলের মধ্যে পদ বন্টন করছেন এবং দুর্নীতি পরায়ণ লোকদেরকে উচু পদে বসানো হচ্ছে।
মঙ্গলবার দলত্যাগী তৃণমূল অঞ্চল সভাপতি মনোজ রামের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন বিক্ষোভ দেখিয়ে প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়। পাশাপাশি এদিন বিক্ষোভরত তৃণমূল কর্মীরা মনোজ রামকে দলের দুর্নীতি পরায়ণ নেতা বলে মন্তব্য করেন। এদিন স্থানীয় তৃণমূল নেতা রোজের নেতৃত্বে আন্দোলনে সামিল হয় তৃণমূল কর্মীরা। অপরদিকে মনোজ রাম দল ছাড়ার আনন্দে রাস্তায় দাঁড়িয়ে মিষ্টিমুখ করান তৃণমূলের কর্মীদের।
যদিও এই ঘটনা নিয়ে ফের এলাকার বিধায়ক নীহাররঞ্জন ঘোষের দিকে আঙুল তুললেন দলত্যাগী অঞ্চল সভাপতি। যদিও এদিন আন্দোলনকারী তৃণমূলের নেতা কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই মনোজ রাম বিজেপির সঙ্গে আঁতাত করে চলতেন, এমনকি তিনি এলাকা থেকে চাকরি এবং ঘর দেওয়ার নাম করে টাকা তুলেছেন, চাঁচল বিধানসভার বিধায়ক নিহাররঞ্জন ঘোষ তার এই কর্মের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাই বিধায়কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও কুৎসা রটিয়ে তিনি দল ছেড়েছেন।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
উল্লেখ্য, দুই দিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং দলের বিধায়কের বিরুদ্ধে টাকা নিয়ে পদ বন্টনের অভিযোগ তুলে জেলা সভাপতিকে পদত্যাগ পত্র পাঠিয়ে দল ছেড়েছেন মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার তৃণমূলের অঞ্চল সভাপতি মনোজ রাম। মনোজ রামের অভিযোগ, দলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ টাকা নিয়ে দলের মধ্যে পদ বন্টন করছেন এবং দুর্নীতি পরায়ণ লোকদেরকে উচু পদে বসানো হচ্ছে। মঙ্গলবার দলত্যাগী তৃণমূল অঞ্চল সভাপতি মনোজ রামের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন বিক্ষোভ দেখিয়ে প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়।