প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় পাথরপ্রতিমায় নদীর চরে ম্যানগ্রোভ রোপণের অভিনব উদ্যোগ

প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় পাথরপ্রতিমায় নদীর চরে ম্যানগ্রোভ রোপণের অভিনব উদ্যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দক্ষিন 24 পরগণা – আসন্ন প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় রাজ্যের উপকূলবর্তী এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকে গৃহীত হয়েছে এক অভিনব এবং পরিবেশবান্ধব উদ্যোগ।

পাথরপ্রতিমা ব্লকের বকচোড়া নদীর চরে ম্যানগ্রোভ গাছ লাগানোর কাজ শুরু হয়েছে নন্দকুমারপুর সবুজ সংঘ ও কাজলা জনকল্যাণ সংঘের উদ্যোগে। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় মহিলা। প্রবল বৃষ্টির মধ্যেও নদীতে ভাটা থাকার সুযোগে এই বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হয়েছে নিরবচ্ছিন্নভাবে।

প্রশাসনের দাবি, এই ম্যানগ্রোভ গাছগুলি আগামী দিনে বড় হয়ে উপকূল অঞ্চলে ভূমিক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় এই গাছগুলি একপ্রকার প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করবে।

এ ধরনের পরিবেশ সচেতন উদ্যোগ একদিকে যেমন ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় সহায়ক, তেমনই উপকূল অঞ্চলের বাসিন্দাদের মধ্যে পরিবেশ রক্ষার ভাবনাও জাগিয়ে তুলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top