ভাইরাল – পিছু নেওয়া প্রাক্তন প্রেমিককে লক্ষ্য করে পাথর ছুড়লেন তরুণী। কিন্তু পাল্টা আরও ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন যুবক। স্কুটি নিয়ে সোজা ধাক্কা মারলেন তরুণীকে। মুহূর্তেই তিনি ছিটকে পড়লেন রাস্তার ধারের দোকানে। ঘটনাটির ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো পোশাকে হাঁটছিলেন তরুণী। হাতে ছিল একটি পাথর। ঠিক তখনই পেছন থেকে স্কুটি নিয়ে আসেন যুবক। তরুণী পাথর ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই যুবক তীব্র গতিতে স্কুটি চালিয়ে ধাক্কা দেন তাঁকে। রাস্তায় উপস্থিত মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ ছুটে যান আহত তরুণীকে সাহায্য করতে।
ঘটনাটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডলে। ভিডিও দেখে নেটিজেনরা একদিকে বিস্মিত, অন্যদিকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ‘‘সম্পর্ক ভেঙে গেলেও একে অপরের প্রতি সম্মান থাকা উচিত। এ ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ।’’
