নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৬ নভেম্বর, প্রাক্তন বিধায়ক মানবেন্দ্রনাথ সাহার ঝুলন্ত দেহ উদ্ধার করল খড়্গ্রাম থানার পুলিশ। বাম আমলে ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত মুর্শিদাবাদ খড়্গ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। শুক্রবার গভীর রাতে পুলিশ খবর পেয়ে তার কান্দুরি গ্রামের বাড়ি থেকে দেহ উদ্ধার করেন। শনিবার সকালে দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটন বলে অনুমান পুলিশের। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ দিন থেকেই শারিরীক অসুস্থতায় ভুগছিলেন তিনি। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে সকলের অলক্ষে এই ঘটনা ঘটিয়েছে। এদিন ঘটনার খবর পেয়ে খড়্গ্রাম থানায় প্রাক্তন বিধায়ককে শেষ শ্রদ্ধা জনাতে বামফ্রন্টের দলের কর্মী সমর্থকেরা জড়ো হয়। পাশাপাশি পরিবারের লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ প্রাক্তন বিধায়ককে শেষ শ্রদ্ধা জানাতে আসেন খরগ্রাম বিধায়ক আশিস মার্জিত ও তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মফিজ উদ্দিন মন্ডল।