নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১৯ শে জুন :প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্তের হেনস্থা হওয়ার ঘটনায় সাত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। গতকাল রাতে এক্সাইড মোড়ে ঊষসীর গাড়ি আটকে ভাঙচুর করে তারা। এরপর তাঁর বাড়ি পর্যন্ত ধাওয়া করে অভিযুক্তরা।
মধ্যরাতে একটি পাঁচতারা হোটেল থেকে উবের ধরে বাড়ি ফিরছিলেন ঊষসী ও তাঁর বন্ধুরা। এক্সাইড মোড়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি বাইক। কারও মাথায় ছিল না হেলমেট। ওই ঘটনায় চারুমার্কেট থানায় অভিযোগ করেন ঊষসী সেনগুপ্ত। কিন্তু পুলিস এফআইআর নিতে অস্বীকার করেছিল বলে দাবি মডেলের। কিন্তু চাপে পড়ে শেষপর্যন্ত এফআইআর করতে বাধ্য হয়। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিস। অভিযুক্তরা হল, শেখ রোহিত, ফরদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, ইমরান আলি, শেখ ওয়াসিম ও শেখ আতিফ।
প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্তের হেনস্থা হওয়ার ঘটনায় গ্রেফতার সাত
প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্তের হেনস্থা হওয়ার ঘটনায় গ্রেফতার সাত
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram