হাতির হামলায় প্রাণ গেলো এক যুবকের। জমির ফলনের ধান পাহারা দিতে গিয়ে রাতের অন্ধকারে আচমকা হাতির হামলায় প্রাণ গেল যুবকের। মৃতের নাম নকুল সিং। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা গ্রামে। জানা গিয়েছে এলাকাতে প্রায়ই হাতি হামলার ঘটনা ঘটে। জমির ধান পাকতেই পাকা ধানের লোভে হাতির উৎপাত বেড়ে যায় এলাকায়। ফলনের ধান পাহারা দিতেই শনিবার রাতে জমিতে গিয়েছিল নকুল সিং।
আচমকা একদল হাতি জমির দিকে ছুটে আসে। নিজ নিজ জমি পাহারায় থাকা স্থানীয়রা সকলে মিলে প্রথম দফায় হাতির দলটিকে বনের দিকে ফেরত পাঠিয়ে দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই ফের হাতির দল আক্রমণ করে নকুল সিংয়ের জমিতে। ধান বাঁচাতে গিয়ে হাতির সামনে পড়ে যায় নকুল। হাতির আক্রমনে মৃত্যু হয় তার।
আর ও পড়ুন এখানে কালীপ্রতিমা পূজিত হন দুর্গা প্রতিমা রূপে
ঘটনার খবর পেয়ে ছুটে আসে বনদপ্তর এর কর্মীরা। হাতির দলটিকে বনে ফেরত পাঠানো হয়। তবে ততক্ষনে মৃত্যু হয়েছে নকুলের। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে মৃত বলে জানিয়ে দেওয়া হয়। বনদপ্তর এর তরফে জানানো হয়েছে নিয়ম অনুযায়ী সমস্ত বিষয় খতিয়ে দেখে পরিবারকে ক্ষতিপূরনের আওতায় এলে তা দেওয়া হবে। তবে ওই এলাকা হাতির করিডোর। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, জমির ফলনের ধান পাহারা দিতে গিয়ে রাতের অন্ধকারে আচমকা হাতির হামলায় প্রাণ গেল যুবকের। মৃতের নাম নকুল সিং। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা গ্রামে। জানা গিয়েছে এলাকাতে প্রায়ই হাতি হামলার ঘটনা ঘটে। জমির ধান পাকতেই পাকা ধানের লোভে হাতির উৎপাত বেড়ে যায় এলাকায়। ফলনের ধান পাহারা দিতেই শনিবার রাতে জমিতে গিয়েছিল নকুল সিং। আচমকা একদল হাতি জমির দিকে ছুটে আসে। নিজ নিজ জমি পাহারায় থাকা স্থানীয়রা সকলে মিলে প্রথম দফায় হাতির দলটিকে বনের দিকে ফেরত পাঠিয়ে দেয়।
তবে কিছুক্ষণের মধ্যেই ফের হাতির দল আক্রমণ করে নকুল সিংয়ের জমিতে। ধান বাঁচাতে গিয়ে হাতির সামনে পড়ে যায় নকুল। হাতির আক্রমনে মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বনদপ্তর এর কর্মীরা। হাতির দলটিকে বনে ফেরত পাঠানো হয়। তবে ততক্ষনে মৃত্যু হয়েছে নকুলের। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে মৃত বলে জানিয়ে দেওয়া হয়।
বনদপ্তর এর তরফে জানানো হয়েছে নিয়ম অনুযায়ী সমস্ত বিষয় খতিয়ে দেখে পরিবারকে ক্ষতিপূরনের আওতায় এলে তা দেওয়া হবে। তবে ওই এলাকা হাতির করিডোর। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।