প্রাণ নাশক হুমকি দেওয়া হল সালমান খানকে!

প্রাণ নাশক হুমকি দেওয়া হল সালমান খানকে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – ফের প্রাণনাশের হুমকি দেওয়া হল ‘ভাইজান’ সলমন খানকে। আজ সোমবার (১৪ এপ্রিল) মুম্বইয়ের ওরলির পরিবহণ দফতরের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি মেসেজ আসে। এক অজ্ঞাতরিচয়ধারী ব্যক্তি সলমনের বাড়িতে ঢুকে তাঁকে খুনের হুমকি দিয়েছে। পাশাপাশি বোমা বিস্ফোরণে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।ইতিমধ্যেই ওরলি থানায় এ বিষয়ে এক মামলা দায়ের করা হয়েছে। যে নম্বর থেকে হুমকি মেসেজ এসেছে তার মালিককে শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। কেউ রসিকতা করে ওই হুমকি দিয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন মুম্বই পুলিশের সাইবার ক্রাইমের আধিকারিকরা। এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি সলমন ও তার পরিবারের সদস্যরা।
গত বছরই বলিউড অভিনেতা সলমনের মুম্বইয়ের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চচালানো হয়েছিল। প্রায় পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সলমনের বাড়ির উঠোন থেকে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। ৭.৬৫ মিমি পিস্তল থেকে ওই গুলি চালানো হয়েছিল বলে ফরেনসিক রিপোর্টে উল্লেখ করা হয়। যে সময় সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চচালানো হয়েছছিল, সে সময়ে ‘ভাইজান’ নিজের ঘরেই ছিলেন। যদিও ওই হামলায় সলমন ও তার পরিবারের কোনও সদস্যের ক্ষতি হয়নি। এর পরে পানভেলে বজরঙ্গী ভাইজানের খামারবাড়িতেও হামলা চচালানোর চচেষ্টা হয়। যদিও কড়া নিরাপত্তার জন্য দুষ্কৃতীরা সুবিধা করতে পারেনি।

সলমন খানের বাড়ি গ্যালাক্সিতে গুলি চলার ঘটনার পরেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই ফেসবুকে এক পোস্টে ওই হামলার দায় স্বীকার করে নিয়েছিলেন। শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকারের বদলা নিতেই বলিউডের ভাইজানের প্রাণনাশের চেষ্টা চলেছিল বলে পোস্টে জানিয়েছিল আনমোল। গত বছর বার বার হামলার চেষ্টা চালানোর পরেই সলমনের নিরাপত্তা বাড়িয়ে দেয় মুম্বই পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top