রবিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ । রান্নার গ্যাসের দাম আর পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্র এবিষয়ে তিনি বলেন….
রাজ্য শুধু সমালোচনা করবে আর কিছু করবে না সারাদেশ বেশিরভাগ রাজ্য দাম কমিয়েছে কেন্দ্র দু’বার দাম কমিয়েছে কিন্তু রাজ্য পুরনো গান গেয়ে যাচ্ছে কেন্দ্র টাকা দিলে কমাবে পরের ধনে পোদ্দারি করা কেন্দ্রের সব টাকা মনে হচ্ছে এনাদের টাকা না রাজ্যে শিল্প আছে না কিছু আছে অন্য রাজ্য থেকে মাল কিনে নিয়েছে এখানে বিক্রি করে জিএসটি পাচ্ছে আর কেন্দ্র যে টাকা দিচ্ছে ওতেই সংসার চলছে আবার কেন্দ্রকে চোখ দেখাচ্ছেন সব দায়িত্ব কেন্দ্রের ঘরে লোক ভোট দিয়ে ওনাদের জিতিয়েছে আর পশ্চিমবাংলায় পেট্রোলের দাম বেশি বাকি সব জায়গা তিনবার করে দাম কমেছে পশ্চিমবঙ্গ সরকার একবারও কমেনি।
ডি এ মামলায় হার হয়েছে রাজ্যের এই প্রশ্নের জবাবে তিনি বলেন….
ভাঁড়ারে টাকা নেই পাবে কি করে সেইজন্য আসতে সুপ্রিম কোর্ট এই নাটক হবে কেস করতে গিয়ে যে টাকা খরচা করছেন নেতাদের বাঁচাবার জন্য যে টাকা খরচ করছেন অতি গরিব মানুষদের উপকার হবে।
পার্থ চ্যাটার্জি সিবিআই হাজিরা এড়াতে রক্ষাকবচ দিলোনা ডিভিশন বেঞ্চ এই প্রশ্নে তিনি বলেন……
কমপক্ষে নৈতিকতার আঁধারে পার্থবাবুর পদত্যাগ করে দেওয়া উচিত যেভাবে উনি দৌড়ে পালাচ্ছে যাচ্ছেন বাঁচার জন্য তার মানে তিনি সেই অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত আছেন একজন শিক্ষা মন্ত্রী হিসাবে নৈতিক নৈতিকতার আঁধারে পদত্যাগ করা উচিত তারপরে এসব করা উচিৎ নৈতিকতা ধার ধারেন না তৃণমূলের সরকার এবং নেতারা তাই মন্ত্রীদের নেতাদের বাঁচাবার জন্য কোটি কোটি টাকা সাধারণ মানুষের খরচা করা হচ্ছে একদিন না একদিন আসতেই হবে সামনে সবাইকে এসএসসি মামলায় সমস্ত চাকরির পরীক্ষা মানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে আর সমস্ত রাস্তা বন্ধ হয়েছে তেলও কেটে গেছে ওর স্বাধীনভাবে সিবিআই তদন্তের আদেশ দিয়েছেন আমরা আশা করব তাড়াতাড়ি তদন্ত শেষ হবে মানুষ যা যা পাবেন যারা টাকা পয়সা খরচা করেছেন দিয়েছেন তারা কমপক্ষে নেয় পাবেন যারা ভাল ছাত্র-ছাত্রি পরীক্ষা দিয়ে পাস করেছেন তারাও চাকরি পাবেন সেটা হওয়া উচিত।
প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের ফেসবুক পোস্ট প্রসঙ্গে তিনি বলেন…..
প্রত্যেকটি এমন কোন চাকরির পরীক্ষা নেই বা নিয়োগ হয়নি যেখানে টাকার লেনদেন নেই সেই জন্য তৃণমূল সরকার আসার পর যতগুলো নিয়োগ হয়েছে প্রত্যেকটা তদন্ত হওয়া উচিত প্রত্যেকটাতেই দু’নম্বরী আছে কোপারেটিভ ব্যাংক থেকে শুরু করে পুলিশের চাকরি, টিচার সমস্ত ধরনের দপ্তরে দুর্নীতি হয়েছে সব জায়গায় তদন্ত হওয়া উচিত।
আজকে দলবদলের জল্পনা অর্জুন সিং এর প্রসঙ্গে তিনি বলেন…..
অনেকদিন ধরেই জল্পনা চলছে দেখা যাক কি হয়। উনি জানেন কি বলছেন, কি করছেন, আমার জানা নেই কি হয়েছে উনি বলতে পারবেন। উনি গেলে দলের ক্ষতি হবে এই প্রসঙ্গে তিনি বলেন অনেক লোক এসেছেন অনেক লোক চলে গেছেন বিজেপিকে যারা যারা দাঁড় করিয়েছে তারা আছে।
বনগাঁ দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী আলো রানী সরকার এর দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন…..
যাইহোক ওঠে যখন কেস গেছে নির্বাচন কমিশন দেখছেন নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত তারা তথ্য-প্রমাণ চাইবেন আর যদি কোনো অনিয়ম থাকে তার নিশ্চয়ই সাজা হওয়া উচিত।
আরও পড়ুন – সাঁকরাইলের রোহিনী এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত তিন যুবক, চাঞ্চল্য এলাকায়
রাষ্ট্রীয় কার্যকারীনি বৈঠকে কী বার্তা দেওয়া হলো সেই প্রসঙ্গে তিনি বলেন…..
মূলত আগামী ২০২৪ এ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে। দু’তিনটে অভিযান চলবে আমাদের যেসব বুথগুলোতে আমরা বারবার হাঁরছি জিততে পারিনি সেই বুথগুলোতে যাতে জিততে পারি এরকম সারাদেশে প্রায় ৭৫ হাজার বুথকে চিহ্নিত করা হয়েছে যেটা আপাতত সাংসদ বিধায়করা দেখবেন কাজ, আমাকেও এই কাজের চারজনের কমিটির মধ্যে রাখা হয়েছেআট আটটা রাজ্যের সাথে যোগাযোগ রাখতে হবে, এর সঙ্গে আগামী ৩০ তারিখ থেকে মোদি সরকারের আট বছর পূর্তি উপলক্ষে ১৫ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে সরকারি সাফল্যের প্রচারে সেটা নিয়েও রাখা হয়েছে এছাড়াও নতুন লোকসভা ধরে ধরে তার প্রস্তুতি শুরু হয়েছে এগুলোর উপর বিস্তৃত আলোচনা হয়েছে এবং যে যে রাজ্যে এবছর বা আগামী বছর বিধানসভা নির্বাচন আছে তার প্রস্তুতি কিরকম চলছে এ ব্যাপারে আলোচনা হয়েছে।