প্রাতঃ ভ্রমণে বেরিয়ে খুন ব্যবসায়ী। প্রাতঃ ভ্রমণে বেরিয়ে খুন হল এক ব্যবসায়ী। শনিবার সাত সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ভরতপুর থানার সুন্দিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম, কাজল দত্ত (৪৭)। বাড়ি ভরতপুর বাজার এলাকায়। ভরতপুর হাইস্কুলের পাশেই তার একটা সারের দোকান রয়েছে। খুনের ঘটনায় সুমন্ত সেন নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারের সদস্য এবং এলাকাবাসী থেকে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন – ঐতিহ্যবাহী উল্কা ক্লাবের দুর্গাপূজা উপলক্ষে মেলা ও আদিবাসী নৃত্য প্রতিযোগিতা
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে প্রাতঃ ভ্রমণে বেরোন ওই ব্যক্তি। পরে স্থানীয় বাসিন্দারা সুন্দিপুর গ্রাম সংলগ্ন এলাকায় ওই ব্যবসায়ীর নলী কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতের ভাই সজল দত্ত বলেন, দাদা প্রতিদিন ভোরে হাঁটতে যেতেন। এদিনও ভোরে হাঁটতে বেরিয়েছিলেন।
পরে জানতে পারি সুন্দিপুর গ্রামের রাস্তার পাশে দাদার মৃতদেহ পড়ে রয়েছে। দাদা নির্বিবাদ মানুষ ছিলেন। কি কারণে খুন কিছুই বুঝতে পারছি না। খুনের ঘটনায় যে বা যারা জড়িত পুলিশ তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিক। কংগ্রেস, বিজেপি রাজনৈতিক দলের পক্ষ থেকেও খুনিকে গ্রেপ্তার করে চরম শাস্তির দাবি জানানো হয়েছে। জেলা পুলিস সুপার কে শবরী রাজকুমার বলেন, মৃত ব্যক্তির বন্ধু তথা প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায় নি। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে পাঁচ দিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে।