অবসর প্রাপ্ত সেনা জওয়ানকে সংবর্ধনা প্রদান

অবসর প্রাপ্ত সেনা জওয়ানকে সংবর্ধনা প্রদান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অবসর প্রাপ্ত সেনা জওয়ানকে সংবর্ধনা প্রদান। যাঁরা ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে অতন্দ্র প্রহরীর মতো দেশরক্ষা করে চলেছে তথা গোটা ভারতবর্ষের মানুষদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর,তারা হচ্ছেন ভারতীয় সেনাবাহিনী। সেই রকম ই একজন ভারতীয় সৈনিক যিনি বীরভূম জেলা দুবরাজপুরের ভূমিপুত্র গৌতম দাস। ৪ ই আগষ্ট,বৃহস্পতিবার নিজের কর্মস্থল তথা সৈনিক জীবন থেকে অবসর গ্রহণ করে ফিরে এসেছেন তাঁর নিজ বাড়ি দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায়।

 

অবসর গ্রহণ করা সৈনিক,এলাকার তথা পাড়ার ছেলে,ঘরের ছেলেকে সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে এদিন প্রথমে পাহাড়েশ্বরের দরবেশ মোড় থেকে মোটর সাইকেলে সহযোগে শোভাযাত্রা করে তাঁকে স্বাগত জানানো হয়। তারপর স্থানীয় উদয়ন সংঘের পক্ষ থেকে ভারতীয় সৈনিক গৌতম দাসকে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান ও মিষ্টিমুখ করানো হয়। প্রথমেই তাঁর গুরু তরুণ চ্যাটার্জিকে প্রণাম করেন গৌতম দাস।

 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা গৌতম দাস, দুবরাজপুর থানার সাব ইন্সপেক্টর অভিষেক ঘোষ, এএসআই সীতেশ সরকার, বিশিষ্ট সমাজসেবী তথা গৌতম দাসের শিক্ষা গুরু তরুণ চ্যাটার্জি প্রমুখ।অতন্দ্র প্রহরী, দেশ রক্ষাকারী তথা একজন সৈনিকের অবসরকালীন সময়ে পাড়া প্রতিবেশি এবং স্থানীয় ক্লাবের উদ্যোক্তাদের এরূপ সংবর্ধনা পেয়ে স্বভাবতই সৈনিকের মুখে একগাল মিষ্টি হাসির রেখা। সংবর্ধনা প্রদান করতে পেরে তথা উদ্যোক্তাদের আয়োজনে এলাকাবাসী ও সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন- ডিজে বক্স বাজানো বন্ধে সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের কড়া নির্দেশ

উল্লেখ্য, যাঁরা ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে অতন্দ্র প্রহরীর মতো দেশরক্ষা করে চলেছে তথা গোটা ভারতবর্ষের মানুষদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর,তারা হচ্ছেন ভারতীয় সেনাবাহিনী। সেই রকম ই একজন ভারতীয় সৈনিক যিনি বীরভূম জেলা দুবরাজপুরের ভূমিপুত্র গৌতম দাস। ৪ ই আগষ্ট,বৃহস্পতিবার নিজের কর্মস্থল তথা সৈনিক জীবন থেকে অবসর গ্রহণ করে ফিরে এসেছেন তাঁর নিজ বাড়ি দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায়। অবসর গ্রহণ করা সৈনিক,এলাকার তথা পাড়ার ছেলে,ঘরের ছেলেকে সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে এদিন প্রথমে পাহাড়েশ্বরের দরবেশ মোড় থেকে মোটর সাইকেলে সহযোগে শোভাযাত্রা করে তাঁকে স্বাগত জানানো হয়। প্রাপ্ত

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top