
নিজস্ব সংবাদদাতা,বনগাঁ ,২২ শে জুন : গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার ঢাকা পাড়া এলাকা থেকে প্রায় ৫০ বস্তা এক টাকা দুই টাকার কয়েন উদ্ধার করল পুলিশ ।পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে সূত্র মারফত খবর পেয়ে একটি ছোট চারচাকা গাড়ির পিছু নেয় পুলিশ। গাড়ি দাঁড় করিয়ে সার্চ করতেই উদ্ধার হয় বস্তাভরা কয়েন৷ পুলিশ জানিয়েছে কয়েনগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কয়েন সমেত গাড়িটিকে আটক করে মালিকের খোঁজখবর শুরু করেছে পুলিশ৷ প্রশ্ন জাগতে পারে এই কয়েন গুলো কেন বাংলাদেশে পাচার করা হবে ? পুলিশের একটা মহলের দাবি বাংলাদেশ এই কয়েন গুলো থেকেই তৈরি হবে ব্লেড । এক টাকার এক একটি কয়েন থেকে তিন বা চারটি ব্লেড হওয়া সম্ভব যার ফলে এত পরিমান খুচরো কয়েন বাংলাদেশে গেলে বড় মুনাফার লুটতে পারবে পাচারকারীরা এমনটাই মনে করা হচ্ছে ।




















