রাজ্য – প্রায় ন’ বছর পর রাজ্যে আবার অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর এই পরীক্ষাকে ঘিরে রাজ্যজুড়ে তীব্র উত্তেজনা এবং প্রবল আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই পরীক্ষা চাকরিপ্রার্থীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন পরীক্ষার্থীরা। চোখেমুখে দেখা যায় এক নতুন সম্ভাবনার আলো।
নবম ও দশম শ্রেণির শিক্ষক পদের জন্য এবার ৩ লক্ষেরও বেশি প্রার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে পরীক্ষা দিতে পারায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে একইসঙ্গে তাদের মনে লুকিয়ে রয়েছে একরাশ উদ্বেগও। অতীতের অভিজ্ঞতা থেকে তারা চান না আবারও কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটুক।
প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া ব্যবস্থা নিয়েছে এসএসসি। কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কর্মী ও আধুনিক প্রযুক্তি। কমিশনের তরফে জানানো হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য।
এই পরীক্ষা রাজ্যের লাখ লাখ চাকরিপ্রার্থীর জীবনে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন নতুন করে শিক্ষক নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনি অন্যদিকে অনেকের মনে শঙ্কা, এই প্রক্রিয়া আবারও কি কোনো আইনি জটিলতায় আটকে যাবে না তো?
সব মিলিয়ে, এসএসসি পরীক্ষা রাজ্যবাসীর জন্য এখন এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবে কিনা কমিশন, তা নিয়েই নজর এখন সবার।
