প্রার্থীপদ নিয়ে অসন্তোষ অব্যহত মালদহ বিজেপিতে

প্রার্থীপদ নিয়ে অসন্তোষ অব্যহত মালদহ বিজেপিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্রার্থীপদ

প্রার্থীপদ নিয়ে অসন্তোষ অব্যহত মালদহ বিজেপিতে। প্রার্থীপদ নিয়ে অসন্তোষ অব্যহত বিজেপিতে। ২০টি আসন বিশিষ্ট পুরাতন মালদা পুরসভাতে ৪ জন বিজেপি কর্মী গোঁজ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে আসন্ন পুরসভা নির্বাচনে।এই গোঁজ প্রার্থীর দলে ওয়ার্ড সভাপতি ছাড়াও রয়েছে বিজেপির সক্রিয় কর্মী। আর এই গোঁজ প্রার্থী মালদা উত্তর সাংগঠনিক নেতৃত্বদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

যদিও মালদা উত্তরের সাংগঠনিক সভাপতি জানান কর্মীদের মান অভিমান মেটানোর প্রক্রিয়া চলছে। দুই এক দিনে সমস্যা সমাধান হয়ে যাবে। তবে বাস্তব ছবি আলাদা। বিজেপির গোঁজ প্রার্থীরা কোমড় বেঁধে নির্বাচন লড়াই নেমেছেন। ২০আসন বিশিষ্ট পুরাতন মালদা পুরসভাতে দলীয় প্রতীক না পেয়ে ৪নং,১৮নং সহ চারটি ওয়ার্ডে বিজেপির সাংঠনিক কর্মীরা নির্দল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

৪নং ওয়ার্ডের বুথ সভাপতি সুজিত বোস জানান দীর্ঘদিন থেকে সংগঠন করছেন। লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডে বিজেপি দলের লিড হয়েছিল তার নেতৃত্বে। কিন্তু জেলা বিজেপির নেতৃত্বরা তাকে টিকিট না দিয়ে সিপিএম কর্মীর কাছে টিকিট বিক্রী করে দিলেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। তাই তিনি এলাকার ইচ্ছাকে মর্যদা দিতে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

আর ও পড়ুন    আমেদাবাদ বোমা বিস্ফোরণ মামলায় একসঙ্গে ৩৮ জনকে মৃত্যুদণ্ড

 

মালদা উত্তরের বিজেপির সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত জানান যারা যোগ্য বলে মনে করেছে রাজ্য নেতৃত্ব। তাদেরই প্রার্থী করেছে। কোন অর্থের বিনিময়ে নয়। কর্মীদের ক্ষোভ অভিমান রয়েছে। তা মেটানোর চেষ্টা চলছে।
বিজেপির এই কলহে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, এই দলটার মানুষের সাথে যোগাযোগ নেই, মানুষের কাজ করে না মানুষের পাশে থাকে না। তাই সারাক্ষণ নিজেদের মধ্যে কলহে ব্যস্ত।

 

উল্লেখ্য, প্রার্থীপদ নিয়ে অসন্তোষ অব্যহত মালদহ বিজেপিতে। প্রার্থীপদ নিয়ে অসন্তোষ অব্যহত বিজেপিতে। ২০টি আসন বিশিষ্ট পুরাতন মালদা পুরসভাতে ৪ জন বিজেপি কর্মী গোঁজ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে আসন্ন পুরসভা নির্বাচনে।এই গোঁজ প্রার্থীর দলে ওয়ার্ড সভাপতি ছাড়াও রয়েছে বিজেপির সক্রিয় কর্মী। আর এই গোঁজ প্রার্থী মালদা উত্তর সাংগঠনিক নেতৃত্বদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

যদিও মালদা উত্তরের সাংগঠনিক সভাপতি জানান কর্মীদের মান অভিমান মেটানোর প্রক্রিয়া চলছে। দুই এক দিনে সমস্যা সমাধান হয়ে যাবে। তবে বাস্তব ছবি আলাদা। বিজেপির গোঁজ প্রার্থীরা কোমড় বেঁধে নির্বাচন লড়াই নেমেছেন। ২০আসন বিশিষ্ট পুরাতন মালদা পুরসভাতে দলীয় প্রতীক না পেয়ে ৪নং,১৮নং সহ চারটি ওয়ার্ডে বিজেপির সাংঠনিক কর্মীরা নির্দল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top