নিজস্ব সংবাদদাতা ৫ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা:প্রার্থী ঘোষণার পরই দেওয়াল লিখনে তুলি ধরলেন মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ।মধ্যমগ্রাম দোলতলা এলাকায় দেওয়াল লিখন দিয়ে শুরু হল।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করার পরই নিজের বিধানসভা এলাকায় দেওয়াল লিখনে নেমে পরলেন তৃণমূলের টিকিটে দুবারের জয়ী প্রার্থী রথীন ঘোষ।তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে, তাই তৃতীয় বারের জন্য তাকে প্রার্থী করেছেন।
সেই বিশ্বাস এবারেও মধ্যমগ্রাম বিধানসভার আসনটি জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় কে ফিরিয়ে দিতে।জয়ে ব্যাপারে আশাবাদী রথীন বাবু বলেন,মধ্যমগ্রামের মানুষ তার প্রতি আশাবাদী এবং বিশ্বাস রাখেন।তাই দুমুখি লড়াই হোক আর ত্রিমুখী লড়াই,তাতে কিছু আসে যায় না।২০১৬ তেও বিজেপি ছিল,বাম-কংগ্রেসের জোট ছিল।এবারের আইএস এফনিয়েও বিন্দুমাত্র চিন্তিত নন মধ্যমগ্রাম বিধানসভার দু বারের জয়ী প্রার্থী রথীন ঘোষ।তবে লড়াই এবার একটু কঠিন হলেও জয় নিশ্চিত মধ্যমগ্রাম বিধানসভায় এটা বলাই যায় রথীন বাবুর বক্তব্যে।
আরো পড়ুন…নিউ টাউন সাপুরজি বাস স্ট্যান্ড থেকে উদ্ধার চারটি আর্মস কুড়ি রাউন্ড গুলি।



















