নিজস্ব সংবাদদাতা ৬মার্চ ২০২১উত্তর দিনাজপুর:প্রার্থী তালিকায় নাম ঘোষনা হওয়ার পরদিনই দূর্গা ও কালী মন্দিরে পূজো দিয়ে প্রচারে নেমে পড়লেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন।
এবারে উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদ আসনে এবারে নতুন মুখ সত্যজিৎ বর্মন। পূজো দিয়েই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিধানসভার বিভিন্ন এলাকায় ভোটের আবেদন করে নিজে হাতে দেওয়াল লিখন শুরু করার পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার শুরু করে দিলেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। শুক্রবার রাজ্যের ২৯১ টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা ঘোষনা করেছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আর আজ শনিবার থেকে নিজ নিজ এলাকায় প্রচার কর্মসূচীর কাজ শুরু করে দিয়েছেন তৃনমূল কংগ্রেস প্রার্থীরা৷ শনিবার সকাল সকাল রুনিয়া গ্রামে দূর্গা মন্দির ও কালীমন্দিরে পূজো দিয়েই ভোটের প্রচারে বেড়িয়ে পড়েছেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের এবারের নতুন মুখ প্রার্থী সত্যজিৎ বর্মন। দলীয় কর্মীদের সাথে নিয়ে বিধানসভা এলাকায় নিজে ভোটের প্রচারে দেওয়াল লিখনের পাশাপাশি সাধারন মানুষের কাছে ভোটের আবেদন করলেন। তৃনমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লক ২ সভাপতি সত্যজিৎ বর্মনকে প্রার্থী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত হেমতাবাদ বিধানসভা এলাকার সাধারন মানুষ থেকে তৃনমুল কর্মী সমর্থকেরা। জায়গায় জায়গায় ফুল আর পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। প্রার্থী সত্যজিৎ বর্মন বলেন, প্রার্থী এখানে দিদি মমতা বন্দোপাধ্যায়। দিদির উন্নয়নের নিরিখেই এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে জয়ী করবেন। হেমতাবাদের সার্বিক উন্নয়নের পাশাপাশি হেমতাবাদে একটি কলেজ স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন বলে জানান তৃনমূল কংগ্রেসের তরুন তুর্কি নেতা সত্যজিৎ বর্মন।



















