উত্তর ২৪পরগণা:- বেসরকারি সংস্থায় চাকরি করতেন, বয়স ৪০। অমিও দাস স্ত্রী অঞ্জলি দাস এর সাথে বাড়িতে থাকতেন বেশ কয়েকদিন স্বামী-স্ত্রীকে এলাকার লোকজন দেখতে পেতেন না।

আর সকালবেলা বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়। তারা ফোন করে খড়দহ থানায় খবর দিলে খড়দা থানার পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছে স্বামী অমিও দাসের মৃতদেহ। পুলিশের অনুমান গত সোমবারে মারা যান অমিও বাবু। এবং টানা এক সপ্তাহ ধরে মৃত স্বামীর মৃতদেহ আগলে রেখে ঘরের মধ্যে থাকেন স্ত্রী অঞ্জলি দাস । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।ঘটনাস্থলে খড়দা থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।