৪ ফেব্রুয়ারি, মেয়ের পোশাক নিয়ে যথেষ্ট সমালোচনা হলেও তা বেশ উপভোগ করেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। তিনি বলেছেন, প্রিয়াঙ্কার গ্র্যামির পোশাক তাঁর খুবই পছন্দের।প্রিয়াঙ্কাকে নিয়েছে যেসব সমালোচনা করা হয়েছে তা আরও শক্তিশালী করবে মেয়েকে।এছাড়াও তিনি বলেন, ‘শরীরটা ওর, নিজের ইচ্ছামতো পোশাক পরবে’, সেদিনের অনুষ্ঠানের অন্যতম সেরা পোশাক ওটাই ছিল বলে মনে করেন প্রিয়াঙ্কার মা।
বহুবার প্রিয়াঙ্কাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানান বিতর্ক। বিভিন্ন কারনে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে, কিন্তু সব কিছুকেই তুড়ি মেরে উড়িয়ে নিজের ইচ্ছামতো জীবনযাপন-কেই বেঁচে নিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের দেশি গার্ল। সম্প্রতি ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে একটি নেকলাইন পোশাক পড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা। তার জন্য একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছেন তিনি আবার অপরদিকে ঘোরতর সমালোচনারও সম্মুখীন হয়েছেন।
তবে এসব সমালোচনাতে খুশি হয়েছেন মেয়ে-মা। এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, তাঁর স্কিনটোনের সঙ্গে মিলিয়ে একটি কাপড় দিয়ে পোশাকের সামনের অংশ জোড়া ছিল। সেটা ক্যামেরায় বোঝা সম্ভব ছিল না। তিনি আরও বলেন, কোনও অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড শোতে এমন কোনও পোশাক পরে তিনি যান না যেটা নিয়ে তাঁর মনে সংশয় রয়েছে।