প্রেমিক চিনতে পারছেন না পরীমনি, নিজেই জানালেন আরও অনেক কথা । কয়েকদিন আগেই মাদক মামলায় জেল থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কিন্তু তারপরেও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। বারবার তিনি খবরের শিরোনামে উঠে আসছেন। কারণ, একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে তাঁর অনুরাগী থেকে কাছের মানুষদের কটাক্ষ করছেন তিনি।
সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। নিজের একটি সেলফি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘টেন-এর পরে আমি তো আর গুনতে পারি না, ডাইনে বামে কে যে প্রেমিক চিনতে পারি না, প্রেমের মড়া সে তো নাকি জলে ডোবে না, আমি প্রেম করতে রাজি, মারতে রাজি, মরতে রাজি না।’
কিন্তু ফেসবুকে এমন ইঙ্গিতপূর্ণ বার্তা কেন দিলেন পরীমণি! জেলে থাকাকালীন বাংলাদেশের গুলশন বিভাগের এডিসি মহম্মদ গোলাম শাকলায়েন শিথিলের সঙ্গে তাঁর প্রেমের খবর ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এমনকি পরীমণি দাবি করেন, ঢাকার গোয়েন্দা বিভাগ তাঁর ফোন থেকে ব্যক্তিগত ছবি, ভিডিও নেট মাধ্যমে ফাঁস করেছিল।
আর ও পড়ুন শরীরকে সুস্থ সবল ও তরতাজা রাখে নিয়মিত সেক্স
এই সময় বাংলাদেশের শিল্পী মহলের একাংশকে যেমন পাশে পেয়েছেন, তেমনই তাঁর কাছের মানুষেরাও অনেকটা দূরে সরে গিয়েছিলেন। মনে মনে আহত হলেও জেলে থাকাকালীন কিছুই প্রকাশ করেননি তিনি। এখন ছাড়া পেয়েই নেট মাধ্যমে হয়তো ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি।
আর তাতেই পরীমনি ফের উঠে আসছে খবরের শিরোনামে। জেল থেকে মুক্তি পাওয়ার পর একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে তাঁর অনুরাগী থেকে কাছের মানুষদের কটাক্ষ করছেন তিনি।