নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২৫ শে আগস্ট :প্রেমিক কে বাড়িতে ডেকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার কালিপদ মোড় এলাকায় ।
জানাযায়, প্রায় ১০ মাস ধরে ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল আমিরুল মোল্লা নাম ওই যুবকের l এদিন বাড়িতে কেউ না থাকায় ছেলেটিকে মেয়েটি তার বাড়িতে ফোন করে ডাকে এবং দুধের সাথে তাকে বিষ মিশিয়ে খেতে দেয় বলে পরিবারের অভিযোগ l এমন অবস্থায় একটি বাচ্চা ছেলে সমস্ত ঘটনা দেখে ফেলায় মেয়েটি তরিঘড়ি বিষের গন্ধ মেটাতে ঘরে কেরোসিন তেল ছড়াতে লাগে l পরে বাচ্চা টি ছেলেটির বাড়িতে সব কথা জানালে ছেলেটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় l মেয়েটির একাধিক প্রেম ঘটিত সম্পর্ক থাকায় প্রেমিককে খুনের চেষ্টা বলে অভিযোগ করেছে পরিবার l
আমিরুল মোল্লা কে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমিরুল মোল্লা নামে ওই প্রেমিক। এই ঘটনায় এখনো পর্যন্ত বাসন্তী থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।