নিজস্ব সংবাদদাতা,হাবড়া,২৫শে জুন :প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা কিশোরীর* ।
সোমবার রাত পৌনে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে হাবড়ার বয়েরঘাটা এলাকায় । জখম কিশোরীর নাম তোতা বালা ।জানা গিয়েছে বছর পনেরোর এই নাবালিকার সঙ্গে পাশের গ্রামের ইন্দ্র ব্যাপারী নামে এক যুবকের ভালোবাসার সম্পর্ক ছিল । সোমবার সন্ধ্যা নাগাদ যুবকের সঙ্গে কি কিশোরীর ফোনে উত্তপ্ত বাক্য বিনিময় হয় । অভিযোগ এর পরেই কিশোরী তার বাড়িতে কেউ না থাকার সুযোগে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় । প্রতিবেশীদের মারফত পরিবারের লোকজন খবর পেয়ে রাতেই হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে ।
কিশোরীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বারাসাতে স্থানান্তরিত করা হয় পরে সেখান থেকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।জখম কিশোরীর বাবা টুটুল বালা আমাদের জানায় তার মেয়ের সঙ্গে যে যুবকের ভালোবাসার সম্পর্ক ছিল সে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে তাই এমন ঘটনা । আমি তার শাস্তি চাই । ঘটনায় মঙ্গলবার বিকেলে মৃতার পরিবার হাবড়া থানায় মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পেলে কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ ।