উত্তর ২৪পরগণা:- প্রেমিকের সঙ্গে গন্ডগোলের জেরে আত্মঘাতী হলো এক কলেজছাত্রী মৃতার নাম প্রিয়া মন্ডল ২০। মামা বাড়িতেই থাকতো প্রিয়াঙ্কা তিন বছর ধরে ঠাকুরনগরের অচিন্ত্য মন্ডল নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ।

সম্প্রতি সেই সম্পর্কে ফাটল ধরেছিল গতকাল প্রেমিকের সঙ্গে ঝগড়ার পরে সন্ধ্যে সাতটা পনেরো নাগাদ ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় প্রিয়া। প্রিয়ার মামা অশোক পাল হাবরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সেখানে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য অচিন্ত্য নামে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ তদন্ত করে দেখছে।